Purulia: কুয়াশায় চাদরের আড়ালে সবকিছু, কনকনে ঠান্ডার সঙ্গে পাল্লা দিয়ে থিকথিকে ভিড় অযোধ্যা পাহাড়ে

Rajat Mondal Thu, 02 Jan 2025-1:52 pm,

 

বছরের শুরুতেই পুরুলিয়ায় পর্যটকদের ভিড় এক্কেবারে চোখে পড়ার মতো। কুয়াশার চাদরে ঢাকা পাহাড়ের সৌন্দর্য দেখতে ভিড়ে ঠাসা পুরুলিয়ার অযোধ্যা পাহাড়। 

 

এখানে তাপমাত্রা প্রায় ৭ ডিগ্রির নীচে। কনকনে শীতের আমেজের মধ্যে দিয়েই অযোধ্যা পাহাড়ের এই মনোরম প্রাকৃতিক পরিবেশ উপভোগ করছেন আট থেকে আশি সকলেই।

 

বছরের প্রথম দিনে যেমন ভিড় ছিল ঠিক তেমনই ভিড় দেখা যাচ্ছে বছরের দ্বিতীয় দিনেও।  পুলিস সূত্রে জানা গিয়েছে, গত দু’সপ্তাহে অযোধ্যা পাহাড়ে ভিড় হয় দু’লক্ষেরও বেশি। 

পর্যটকদের সুরক্ষার জন্য অযোধ্যা পাহাড়ে ওঠা-নামার মুখে বিভিন্ন সহায়তা কেন্দ্রে গাড়ির নম্বর লিখে রাখার ব্যবস্থা করেছেন পুলিস। সেখান থেকেই গত দু’সপ্তাহে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে রেকর্ড সংখ্যক পর্যটক আসার হিসেব মিলেছে।

 

পাহাড়ের আপার এবং লোয়ার ড্যাম, বামনি ফলস, টুরগা ফলস, মুরগুমা, উসুলডুংরি, পাখি পাহাড়, লহরিয়া মন্দির সহ বিভিন্ন স্থানে আনন্দ উপভোগ করছেন পর্যটকরা । আর পর্যটকদের আগমনে ফুলেফেঁপে উঠেছে পর্যটন শিল্পের সঙ্গে জড়িত ছোট-বড় ব্যবসায়ী থেকে শুরু করে পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত বহু মানুষ।

চকচকে পাকা রাস্তা সঙ্গে সবুজ অরণ্যে ঘেরা পাহাড়। আর এই পাহাড়ের উপরে বসেছে গ্রামীণ মেলা। এখানের পিকনিক স্পটগুলিও বেশ পরিস্কার পরিচ্ছন্নই রয়েছে। পর্যটকদের সুরক্ষা ব্যবস্থার দিকে কড়া নজরদারি রয়েছে পুলিশ প্রশাসনের। আর তা দেখে খুশির আমেজ দেখা যাচ্ছে পর্যটকদের মধ্যে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link