Covid 19 : রাজ্যে একদিনে মৃত ১৫, উদ্বেগ বাড়িয়ে বাড়ল মৃতের সংখ্যা
নিজস্ব প্রতিবেদন : করোনার সংক্রমণের হার আগের চেয়ে খানিক কমলেও উদ্বেগ বাড়িয়ে রাজ্যে একদিনে মৃতের সংখ্যা বাড়ল। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছেন ১৫ জন। অন্যদিকে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৭৬ জন। তবে আক্রান্তের সংখ্যা ১০০০ ছুঁই ছুঁই হলেও, ২৪ ঘণ্টার নিরিখে খানিক কমেছে।
প্রসঙ্গত, পুজোর পরই রাজ্যে কোভিডের গ্রাফ ফের ঊর্ধ্বমুখী। এরমধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে কলকাতায়। ২৪ ঘণ্টায় কলকাতায় করোনায় আক্রান্ত হয়েছেন ২৭২ জন। তারপরই দ্বিতীয় স্থানে আছে উত্তর ২৪ পরগনা। এই জেলায় ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তের সংখ্যা ১৫৯ জন।
মৃতের সংখ্যার নিরিখে ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে কলকাতা ও উত্তরে জলপাইগুড়িতে। দুই জেলাতেই ৪ জন করে প্রাণ হারিয়েছেন করোনায়। অন্যদিকে উত্তর ২৪ পরগনায় ৩ জন, নদিয়া ও দক্ষিণ ২৪ পরগনায় ২ জন করে প্রাণ হারিয়েছেন।
পরিসংখ্যান বলছে, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখনও পর্যন্ত দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৯ হাজার ৪২ জন। তারমধ্যে ১৫ লাখ ৬১ হাজার ৯৭৩ জন সুস্থ হয়ে উঠেছেন। মৃত্যু হয়েছে ১৯ হাজার ৯৬ জনের।
রাজ্য সরকার প্রদত্ত বুলেটিন অনুযায়ী, রাজ্যে এই মুহূর্তে সুস্থতার হার ৯৮.৩০ শতাংশ। আর মৃত্যু হার ১.২০ শতাংশ।