Covid-19: অলক্ষ্যে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ, পরিসংখ্যান দেখলে চোখ কপালে উঠবে
গোটা দেশ গ্রীষ্মের তাপের সঙ্গে লড়াই করছে। তার মধ্য়েই সবার অলক্ষ্যে বাড়ছে করোনা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৯,৬২৯ জন।
অন্যদিকে, দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৬১,০১৩ থেকে বেড়ে হল ৬৩,৩৮০। বুধবার এমনই তথ্য দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য দফতর।
গত একদিনে দেশজুড়ে মৃত্যু হয়েছে ২৯ জনের। ফলে এখনওপর্যন্ত করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৫,৩১,৩৯৮।
দেশের করোনার বাড়বাড়ন্তের কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গে নতুন করে করোনা বিধি লাগু করেছে রাজ্য সরকার। তার মধ্যে মাস্ক ও স্যানিটাইজার রয়েছে। বলা হয়েছে ভিড় এড়িয়ে চলতে। বাংলা ছাড়া বেশ কয়েকটি রাজ্যেও জারি হয়েছে করোনা সতকর্তা। কারণটা স্পষ্ট হয়ে যায় দেশে করোনা সংক্রমণের পরিসংখ্যান দেখলেই।
গত একদিনে করোনা পজিটিভিটি রেট বেড়ে হয়েছে ৫.৩৮ শতাংশ। অন্যদিকে, সাপ্তাহিক পজিটিভিটি রেট বেড়ে হয়েছে ৫.৬১ শতাংশ। দেশজুড়ে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৪.৪৯ কোটি।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী এখনওপর্যন্ত দেশে ২২০.৬৬ কোটি ডোজ করোনা টিকা দেওয়া হয়েছে।