Covid 19: পুজো পেরতেই বাড়ছে কোভিড, সংক্রমণের হার ছুঁল সর্বোচ্চ ৩ শতাংশ
নিজস্ব প্রতিবেদন : শঙ্কা বাড়িয়ে বাংলায় ফের ক্রমশ চওড়া হচ্ছে কোভিডের থাবা। পুজো পেরতেই সংক্রমণের হার ২ শতাংশ পেরিয়ে গেল।
এমনকি ১৮ অক্টোবর, সোমবার, ইদানিংকালে সর্বোচ্চ ৩ শতাংশে পৌঁছয় সংক্রমণের হার। গতকাল বুধবার, ২০ অক্টোবরও সংক্রমণের হার ছিল ২ শতাংশের উপরে, ২.৪৩ শতাংশ।
স্বাস্থ্য দফতর সূত্রে জানা যাচ্ছে, মোটামুটি ৬ অক্টোবর থেকেই টানা ২ শতাংশের উপর সংক্রমণের হার রয়েছে।
বিশেষজ্ঞদের কথায়, এতদিন পরীক্ষা কম হচ্ছিল। স্বাভাবিকভাবে সংক্রান্তের সংখ্যাও তাই কম হচ্ছিল। এবার টেস্ট বাড়ছে। ফলে সংক্রান্তের সংখ্যাও বাড়ছে।
রাজ্য় সরকারের দেওয়া সর্বশেষ কোভিড বুলেটিন বলছে, এখন রাজ্য়ে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৭,৪৯১ জন।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৬৭ জন। প্রাণ হারিয়েছেন ৯ জন।
নতুন করে আক্রান্তে নিরিখে প্রথমেই আছে কলকাতা (১৮১ জন)। তারপর দ্বিতীয় স্থানে আছে উত্তর ২৪ পরগনা (১৩৪ জন)। চলুন একনজরে জেলার সার্বিক কোভিড চিত্রটা দেখে নেওয়া যাক-