করোনা সংক্রমণ রুখতে হোমিওপ্যাথি ওষুধ! নাম জানাল কেন্দ্রের AYUSH মন্ত্রক

Sudip Dey Sun, 03 May 2020-12:56 pm,

এছাড়া ব্রায়োনিয়া অ্যালবা (Bryonia Alba), রাস টক্স (Rhus tox), বেলাডোনা গেলসেমিয়াম ইউপেটেরিয়াম (Belladonna Gelsemium Eupatorium) ইত্যাদি ওষুধ চিকিৎসকের পরামর্শ মেনে খাওয়া যেতে পারে।

AYUSH মন্ত্রকের ওই নির্দেশিকায় উল্লেখিত হোমিওপ্যাথি ওষুধের নাম আর্সেনিকাম অ্যালবাম ৩০সি (Arsenicum Album 30c)। এই ওষুধ খালিপেটে দিনে একবার করে পর পর তিন দিন খাবার পরামর্শ দেওয়া হয়েছে।

করোনার সংক্রমণ থেকে বাঁচতে প্রয়োজন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা। আর নির্দেশিকায় উল্লেখিত আয়ুর্বেদিক, ইউনানি বা হোমিওপ্যাথি ওষুধগুলি আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে বলে জানিয়েছে AYUSH মন্ত্রক।

আয়ুর্বেদিক, যোগাভ্যাস, ইউনানি, সিদ্ধা ও হোমিওপ্যাথি— এই পাঁচ বিকল্প চিকিৎসা পদ্ধতির উপর নির্ভর করে এ বার করোনা মোকাবিলার পরামর্শ দিয়েছে কেন্দ্রের AYUSH মন্ত্রক।

সচেতনতা, আগাম সতর্কতার পাশাপাশি করোনা সংক্রমণ থেকে বাঁচতে ভারতীয় বিকল্প চিকিৎসা পদ্ধতির উপর ভরসা কেন্দ্রের AYUSH মন্ত্রকের।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link