বন্ধ লোকাল ট্রেন: ফাঁকা স্টেশন চত্বর, যাত্রীদের চরম দুর্ভোগ, জমছে অভিযোগ

Thu, 06 May 2021-1:57 pm,

করেনায় লাগাম টানতে পরিবহণ ব্যবস্থায় পড়েছে কোপ! গতকালই রাজ্যের মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন বৃহস্পতিবার অর্থাৎ আজ থেকে রাজ্যে লোকাল ট্রেন চলাচল বন্ধ, মেট্রো ও সরকারি বাস চলবে অর্ধেক। ফের যেন লকডাউনের চেনা ছবিই ফিরে এল বাংলায়। লোকাল ট্রেন আপাতত বন্ধ। ফলে সেই ফাঁকা স্টেশন চত্বর, যাত্রীদের দুর্ভোগ, হয়রানি ও একগুচ্ছ অভিযোগ।  

গত কয়েকদিন ধরেই পূর্ব ও দক্ষিণ পূর্ব শাখায় একাধিক রেলকর্মী করোনায় আক্রান্ত হয়েছিলেন বলেই খবর হয়। যার জেরে এমনিই কমেছিল ট্রেনের সংখ্যা। শেষমেশ পুরোপুরি বন্ধ হয়েছে লোকাল ট্রেন পরিষেবা। তবে দূরপাল্লার ট্রেন চলছে এখও। ট্রেনে ওঠার আগে যাত্রীদের কোভিড পরীক্ষার রিপোর্ট নেগেটিভ দেখাতে হবে। গতবারের মতো এবারও রেলের কর্মীদের জন্য বিশেষ ট্রেন চালাচ্ছে ভারতীয় রেল। 

এদিন দেখা গেল শুনশান হাওড়া স্টেশন চত্বর, জনমানুষ প্রায় নেই বললেই চলে। স্টেশনে প্রবেশ ও বাহিরের যাবার জন্য নির্দিষ্ট করা হয়েছে গেট । লোকাল ট্রেন বন্ধ হওয়ায় তার প্রভাব পড়েছে হাওড়া ফেরি সার্ভিসেও। মূলত লোকাল ট্রেনের যাত্রীদের উপর নির্ভর করে চলত হাওড়ার ফেরি সার্ভিস। লোকাল ট্রেন বন্ধ হওয়ায় সেখানেও হাতেগোনা কয়েকজন মানুষ যাতায়াত করছেন। শিয়ালদা শাখায় সমস্ত ট্রেন চলাচল বন্ধ হওয়ায় সেখানেও সেই একই ছবি। প্রতিদিন যেখানে মানুষের আনাগোনায় গমগম করত, আজ সেখানে নীরবতা।  

ব্যারাকপুর শিল্পাঞ্চলের ট্রেন বন্ধের প্রভাব পড়েছে ভয়ঙ্কর ভাবে। বর্ধমান হাওড়া মেইন ও কর্ড শাখায় লোকাল ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন নিত্যযাত্রী থেকে সকলেই। সমস্যায় পড়তে হচ্ছে বর্ধমান-রামপুরহাট, বর্ধমান-আসানসোল ও কাটোয়া রেলপথেও। শুধুমাত্র মেল ও এক্সপ্রেস ট্রেন চলছে। আর চলছে স্পেশাল ট্রেন। আসানসোল রেল ডিভিশন সকালবেলা লোকাল ট্রেন চলছে। তবে ১১টার পর থেকে আসানসোল-বর্ধমান ও অণ্ডাল- সাঁইথিয়া সেকশনে লোকাল ট্রেন বন্ধ হয়ে যাবে। রেল সূত্রে এরকমই খবর।

 

এদিন লোকাল ট্রেন বন্ধ হতে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। পাশাপাশি ভোগান্তি বেড়েছে নিত্যযাত্রীদের। তাঁদের দাবি লোকাল ট্রেন বন্ধ না করে কড়া হাতে কোভিড বিধি মেনে ট্রেন চলুক। নাহলে দিন আনা দিন খাওয়া মানুষজন ফের চরম সঙ্কটে পড়বে। যাঁরা সরকারি বা বিভিন্ন বেসরকারি জায়গায় কাজ করেন, তাঁরাই বা কী করে গন্তব্যে পৌঁছাবেন ভেবে কুলকিনারা পাচ্ছেন না। অন্যদিকে ট্রেন বন্ধ হওয়ায় চাপ বেড়েছে সড়ক পরিবহনে। অনেকের দাবি জীবিকার সন্ধানে কাজে বেরোতেই হচ্ছে। কিন্তু ট্রেন না থাকায় বাসের জন্য দীর্ঘক্ষণ দিতে হচ্ছে লাইন। অটো বা টোটো ভাড়ার সামর্থও অনেকের নেই।

 

ট্রেন বন্ধ হওয়ার ফলে সমস্যায় পড়েছেন সবজি ব্যবসায়ীরা। নদীয়ার চাকদহ মদনপুর স্টেশন সংলগ্ন এলাকায় দিন-রাত যেখানে সবজির পাইকারি হাট বসে, সেখানে আজ প্রায় বিক্রি নেই বললেই চলে। প্রতিদিন এই সমস্ত বাজার থেকেই কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গাতে কাঁচা আনাজ পৌঁছে যায়। পাইকারি থেকে খুচরো কিনে নিয়ে গিয়ে যাঁরা বিভিন্ন জায়গায় বিক্রি করতেন, তাঁরা আজ হাটে এসে দাম পাচ্ছেন না। হঠাৎ করে আংশিক লকডাউনে সমস্যায় পড়েছেন সবজি চাষীরাও।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link