করোনার থাবা, সিল করা হল ফারহান আখতারের বাড়ি
রেখার পর এবার সিল করা হল ফারহান আখতারের বাড়ি। বলিউড অভিনেতার বাড়ির নিরাপত্তা রক্ষীর শরীরে করোনা ভাইরাসের জীবাণু মেলায়, সিল করে দেওয়া হয় তাঁর বাড়ি
ব্যান্ডস্ট্যান্ডের যে এলাকায় রেখার বাড়ি রয়েছে, তাঁর পাশেই ফারহান আখতারের বাড়ি। দুই তারকার বাড়ির পাচিল একই। সেই কারণেই রেখার বাংলো সিল করার পরই ওই এলাকা কনটেইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করে বিএমসি
বিএমসির ওই নোটিসের পরই জানা যায়, ফারহান আখতারের বাড়ির নিরাপত্তা রক্ষীও করোনা পজিটিভ
এরপরই ফারহান আখতারের বাড়ি সিল করে দেওয়া হয়
তবে ফারহান আখতার এখনও সুস্থ আছেন বলেই খবর