Covid 19: কলকাতায় কড়া Night Curfew, রাতভর চলল নাকাচেকিং
নিজস্ব প্রতিবেদন : পুজোর পর থেকে বাংলায় আবারও ঊধ্বমুখী করোনা গ্রাফ। সংক্রমণে রাশ টানতে ফের রাত্রিকালীন কারফিউতে কড়াকড়ির নির্দেশ দিয়েছে নবান্ন। গতকাল সকল জেলাশাসক, পুলিস সুপার ও মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যসচিব হরকৃষ্ণ দ্বিবেদী। সেই বৈঠকের পরই মাইক্রো কনটেইনমেন্ট জোন ও রাত্রিকালীন কারফিউ-এর উপর জোর দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
মুখ্যসচিবের নির্দেশের পর শনিবার রাত থেকে কলকাতা শহরে বাড়ল পুলিসের তৎপরতা। ধর্মতলা, চৌরঙ্গী সহ শহরের সব গুরুত্বপূর্ণ মোড়গুলিতে রাতভর নাকা চেকিং চালালেন কলকাতা পুলিসের কর্তারা।
প্রত্যেকটি গাড়ির যথোপযুক্ত বৈধ নথি আছে কিন? কী কারণে রাত ১১টার পরেও রাস্তায় গাড়ি নিয়ে বেরিয়েছে? জিজ্ঞাসাবাদ চালান পুলিস। উপযুক্ত কারণ দেখাতে না পারলে বা কথাবার্তা সন্দেহজনক বোধ হলে তৎক্ষণাৎ আইনি পদক্ষেপ নিলেন পুলিস কর্তারা।
প্রসঙ্গত, পুজোর পর রাজ্য়ে ইতিমধ্যেই করোনা গ্রাফ হাজার ছুঁই ছুঁই। কলকাতায় আক্রান্তের সংখ্যা আড়াইশো ছাড়িয়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় নতুন করে ২৬৮ জন আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে শুক্রবার জরুরি বৈঠক হয় নবান্নে। সেখানে একদফা নির্দেশিকা জারি করা হয়।
পাশাপাশি, ৩টে 'T' অর্থাৎ টেস্টিং (Testing), ট্র্যাকিং (Tracking)ও ট্রিটমেন্টের (Treatment) দিকে বিশেষ নজর দেওয়ার কথা বলা হয়। নবান্নের সেই বৈঠকের পর রাতেই হাওড়ায়, হুগলিতেও মাইক্রো কনটেইনমেন্ট জোন করা হয়েছে।