টিকা নষ্টের হিসেব কষল কেন্দ্র, প্রতি ১০০ জনে রাখা হবে অতিরিক্ত ১২২ টি

Tue, 05 Jan 2021-12:29 pm,

নিজস্ব প্রতিবেদন:  ভারতের হাতে করোনা ভাইরাসকে নির্মূল করার জন্য দুটি অস্ত্র। মানুষের শরীরে দুটি করেই দিতে হবে ডোজ। ছাড়াপত্র অনুমোদন দেওয়ার পরই জনা প্রতি কত টিকা নষ্ট হতে পারে তার হিসেব কষল কেন্দ্র। 

প্রতি জনের পিছনে একের বেশি টিকা রাখার সিদ্ধান্ত নিয়েছে।  কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ড্রাই রান থেকে যে তথ্য উঠে এসেছে, তা হল নষ্ট হওয়ার হার নির্ধারিত করা হয়েছে ১০ শতাংশের মতো। তার ভিত্তিতে সরকারকে প্রতি ১০০ জনের জন্য কিনতে হবে ১২২ টি। 

 

কোন রাজ্যে কত টিকা লাগবে, সেই অঙ্কও কষা হচ্ছে এই তথ্য-পরিসংখ্যানের ভিত্তিতে।  

মন্ত্রকের তরফে জানানো হয়েছে, প্রতি ১০০ জনের জন্য টিকার প্রয়োজন হবে ২২২টি। একই ভাবে ৩০ কোটি মানুষের জন্য প্রয়োজন হবে ৬৬ কোটি ৬ লক্ষ টিকা।

টিকা নষ্ট হওয়ার জন্য যে যে কারণকে সামনে আনা হয়েছে, তা হল পরিবহণের সময় দুর্ঘটনা, নানা পক্রিয়ায় এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে আসা। এই বিশাল কর্মযজ্ঞে নষ্ট হতে পারে টিকা।  ২ থেকে ৮ ডিগ্রি তাপমাত্রার মধ্যে সংরক্ষণ করার কথা। এক্ষেত্রে যদি যান্ত্রিক গোলযোগ হয় তাতেও নষ্ট হতে পারে ভ্যাকসিন। সবদিক খেয়াল রেখে প্রায় দ্বিগুনের বেশি ভ্যাকসিন মজুত রাখার ভাবনাচিন্তায় কেন্দ্র।  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link