হাসপাতালে মৃত্যু করোনা আক্রান্তের, মার খেলেন চিকিত্সকরা, জ্বালানো হলো অ্যাম্বুল্যান্স
হাসপাতালে তান্ডব চালাল করোনায় মৃতের পরিজনরা। চিকিত্সককে মারধরের চেষ্টা, হাসপাতাল চত্বরে ভাঙচুর করে জ্বালিয়ে দেওয়া হল অ্যাম্বুল্যান্স। বুধবার এমনই ঘটনার সাক্ষী থাকল কর্ণাটকের বেলাগাভী।
সূত্রের খবর, আত্মীয়ের মৃত্যুর খবর পেয়েই হাসপাতালে ছুটে আসে পরিজনরা। এরপরেই হাসপাতাল লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি।
হাসপাতালের আইসিইউ-এর দায়িত্বে থাকা চিকিত্সককেও তাদের হাতে তুলে দেওয়ার দাবি করতে থাকে তারা। এর পরেই হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুল্যান্সে আগুন ধরিয়ে দেয় তারা।
দাউ দাউ করে জ্বলতে থাকে অ্যাম্বুল্যান্স। পুরো হাসপাতাল চত্বর ধোঁয়ায় ঢেকে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিস বাহিনী ও পুলিস কমিশনার। বিক্ষোভ নিয়ন্ত্রণ করে আগুন নেভানোর ব্যবস্থা করেন তাঁরা।
কর্ণাটকে গত ১ দিনে মোট ৪,৭৬৪টি নতুন কোভিড পজিটিভের কেস ধরা পড়েছে। এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭৫,৮৩৩।
পাশাপাশি বেড়েই চলেছে মৃত্যু মিছিল। গত ২৪ ঘণ্টায় কর্ণাটকে মৃত্যু হয়েছে ৫৫ জনের। মোট ১,৫১৯ জন করোনায় প্রাণ হারিয়েছেন কর্ণাটকে।