Alert! অগাস্টেই আছড়ে পড়তে পারে Corona-র তৃতীয় ঢেউ, পুজোয় হতে পারে ভয়ঙ্কর অবস্থা
নিজস্ব প্রতিবেদন: Covid19-এর তৃতীয় ঢেউয়ের আতঙ্কে কাবু বিশ্ব তথা গোটা দেশ। ইতিমধ্যে বহু দেশে প্রভাব ফেলতে শুরু করেছে Corona Virus-এর নয়া প্রজাতি। ভারতের কেরলের অবস্থাই বেশ শোচনীয়। দ্বিতীয় ঢেউয়ের তুলনায় কী আরও ভয়ঙ্কর হবে তৃতীয় ঢেউ? যদি তাই হয়, তবে তা কতটা ক্ষতিকারক হবে? এমন নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মানুষের মনে। যার উত্তর মিলল ব্লুমবার্গের (Bloomberg) একটি রিপোর্ট।
ব্লুমবার্গের (Bloomberg) ওই রিপোর্টটি তৈরি করেছেন IIT হায়দরাবাদের গবেষক মাথুকুমাল্লি বিদ্যাসাগর এবং IIT কানপুরের গবেষক মহিন্দ্র আগরওয়াল। তৃতীয় ঢেউ নিয়ে আতঙ্কের কথাই শোনালেন তাঁরা। রিপোর্টে বলা হয়েছে, অগাস্টেই আছড়ে পড়বে করোনার তৃতীয় ঢেউ। এর ফলে, খুব কম হলে আক্রান্তের সংখ্যা থাকতে পারে এক লক্ষের নীচে এবং খুব কম বেশি হলে তা দেড় লক্ষের সীমা ছাড়াতে। অক্টোবরে সবচেয়ে ভয়াবহ আকার ধারন করতে পারে তৃতীয় ঢেউ।
একটি গাণিতিক মডেলের উপর ভিত্তিতে আগেই করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করেছিলেন গবেষকরা। তবে স্বস্তির খবর হল, দ্বিতীয় ঢেউয়ের তুলনায় একটু হলেও কম ঘাতক হবে এই তৃতীয় ঢেউ।
মে মাসে গবেষক মাথুকুমাল্লি বিদ্যাসাগর বলেছিলেন, "জুন মাসে করোনার সংক্রমণ হবে দৈনিক প্রায় ২০ হাজার টাকা।"
এপ্রিল মাসে তিনি জানিয়েছিলেন জুলাই মাসের মাঝামাঝিতে শীর্ষে পৌঁছতে পারে তৃতীয় ঢেউ। যদিও তা পরে ভুল প্রমাণিত হয়।
স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে, রবিবার দেশে করোনায় সংক্রামিত হয়েছেন ৪০ হাজার ১৩৪ জন। মৃত্যু হয়েছে ৪২২ জনের। করোনা মুক্ত হয়েছেন ৩৬ হাজার ৯৪৬ জন।