সোমবার থেকে দিল্লি এইমসে শুরু হচ্ছে কোভিড ভ্যাকসিনের বৃহত্তম ট্রায়াল
নিজস্ব প্রতিবেদন: ভারতের করোনা ভ্যাকসিনের বৃহত্তম পরীক্ষা হতে চলেছে। আগামী সোমবার থেকে ভ্যাকসিনের ট্রায়াল শুরু করছে দিল্লির ইন্ডিয়ান ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (AIIMS)।
সূত্রের খবর, মানবশরীরে ভ্যাকসিনের ট্রায়ালের জন্য কেন্দ্রের কাছ থেকে প্রয়োজনীয় ছাড়পত্র জোগাড় করে ফেলেছে এইমস।
আইসিএমআর (ICMR) ও ভারত বায়োটেকের (Bharat Biotech) যৌথ উদ্যোগে তৈরি হয়েছে কোভিড-১৯ ভ্যাকসিন। তিনটি ধাপে চলবে ভ্যাকসিন ট্রায়াল।
ভারত বায়োটেক সূত্রে খবর, ৩৭৫ জনের উপরে প্রয়োগ করা হবে কোভিড ভ্যাকসিন। পরীক্ষায় সামিল দেশের ১২টি শীর্ষ মেডিক্যাল প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে এইমস-ও।
জানা গিয়েছে, পটনায় ১০ জনের শরীরে ভ্যাকসিনের প্রয়োগ করা হয়েছে। এখনও পর্যন্ত তাঁদের কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি।