কবে আসছে শিশুদের জন্য Corona Vaccine? জানালেন AIIMS প্রধান

Sat, 24 Jul 2021-6:35 pm,

নিজস্ব প্রতিবেদন: করোনার তৃতীয় ঢেউয়ের আতঙ্কে কাবু ভারত-সহ গোটা বিশ্ব। অনেকেই বলছেন, শিশুদের উপর তৃতীয় ঢেউয়ের প্রভাব সবচেয়ে বেশি পড়বে। কিন্তু শিশুদের জন্য তো এখনও কোনও টিকা বের হয়নি। তাহলে উপায়? এই পরিস্থিতিতে আশার আলো দেখালেন AIIMS প্রধান ডক্টর রণদীপ গুলেরিয়া (Dr Randeep Guleria)। কবে থেকে দেওয়া হবে শিশুদের করোনা টিকা? জানালেন তিনি।

মেডিক্যাল জার্নাল The Lancet-এ প্রকাশিত একটি গবেষণা বলছে, ১১ থেকে ১৭ বছর বয়সীদের মধ্যে সংক্রমণের আশঙ্কা প্রায় ১৮ থেকে ৩০ শতাংশ। এই গবেষণাতে মাথায় রেখেই ডক্টর রণদীপ গুলেরিয়া (Dr Randeep Guleria) বলেন, 'শারীরিক ভাবে দুর্বল যারা, বিশেষ করে শিশু এবং বয়স্কদের মধ্যে সংক্রমণের হার সবচেয়ে বেশি হতে পারে। সেজন্য স্কুল পড়ুয়াদের নিয়ে সবচেয়ে বেশি আতঙ্ক রয়েছে। তাদের থেকেই বাড়িতে থাকা বয়স্কদের শরীরে রোগ ছড়িয়ে পড়তে পারে।'

তথ্য বলছে ভারতে এখনও পর্যন্ত ৪২ কোটি মানুষকে টিকা দেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য বছর শেষের মধ্যে সমস্ত প্রাপ্ত বয়স্ককে টিকা দিয়ে দেওয়া। 

শুক্রবারই ১২ থেকে ১৭ বছর বয়সীদের জন্য মডার্নার টিকা ব্যবহারের অনুমতি দিয়েছে ব্রিটেন। মে মাসে  Pfizer-BioNTech-এর টিকাকে ১২ থেকে ১৫ বছর বয়সীদের উপর টিকা ব্যবহারে ছাড়পত্র দিয়েছে আমেরিকা। এই প্রসঙ্গে টেনে ডক্টর রণদীপ গুলেরিয়া (Dr Randeep Guleria), 'আমাদেরও দেশীয় পদ্ধতিতে টিকা তৈরি করা প্রয়োজন। সেজন্য়ই Bharat Biotech ও Zydus-এর গবেষণা গুরুত্বপূর্ণ। এছাড়া Pfizer-এর টিকা এলেও তা সাহায্য করবে।'

AIIMS প্রধান আরও বলেন, 'আমার মনে হয় Zydus ইতিমধ্যে ট্রায়াল শেষ করেছে। তারা এখন জরুরি ব্যবহারের ছাড়পত্র পাওয়ার অপেক্ষায় রয়েছে। অগাস্ট বা সেপ্টেম্বরের মধ্যেই Bharat Biotech-এর Covaxin-এর ট্রায়ালও শেষ হয়ে যাবে। আশা করা যায় সেপ্টেম্বরের মধ্যেই শিশুদের জন্য টিকা হাতে পেয়ে যাব আমরা।'

অতিমারির কারণে প্রায় দেড় বছর বন্ধ স্কুল-কলেজ। ঘরবন্দি পড়ুয়ারা। এই প্রসঙ্গে ডক্টর রণদীপ গুলেরিয়া (Dr Randeep Guleria) বলেন, 'শিশুরা একবার টিকা পেতে শুরু করলে আশা করি অক্টোবর, নভেম্বরের মধ্যে স্কুল খুলতে শুরু করবে।'

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link