সুন্দরবনে দুর্গতদের পাশে ত্রাতা হয়ে দাঁড়ালেন `ক্লান্তিহীন` কান্তি

Moumita Chakrabortty Sun, 10 Nov 2019-2:27 pm,

সকালেও বিরাম নেই তাঁর। ভোর থেকে উদ্ধারকাজে নেমে পড়েছেন রায়দিঘির প্রাক্তন বিধায়ক কান্তি গঙ্গোপাধ্যায়। ছবি- মৌমিতা চক্রবর্তী

কোথাও গাছ কেটে রাস্তা পরিস্কার তো, কোথাও সাধারণ মানুষদের বোঝাচ্ছেন কীভাবে দুর্যোগ মোকাবিলা করতে হবে। ৭৫ বছর বয়সী নেতার উদ্যম দেখে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তরুণ থেকে কচিকাচারা। ছবি- মৌমিতা চক্রবর্তী

অতি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় বুলবুল-এর প্রভাবে সুন্দরবনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হিঙ্গলগঞ্জ, ঝড়খালি, সন্দেশখালি এলাকায় ঝড়ের প্রভাব সবচেয়ে বেশি। রায়দিঘির প্রত‍্যন্ত গোরাগাছি এলাকায় মানুষের দরজায় দরজায় ঘুরে সকলের খোঁজখবর নিচ্ছেন রায়দিঘির প্রাক্তন বিধায়ক কান্তি গাঙ্গুলি। ছবি- মৌমিতা চক্রবর্তী

"বাড়িতে বুড়ো বাচ্চা আছে কেউ? এখনও এখানে কি করছিস? স্কুলে পাঠিয়ে দে।" এই বলে রাতের অন্ধকারে সকলের খোঁজ নিয়েছেন তিনি। ছবি- মৌমিতা চক্রবর্তী

 পুরোনো মেজাজে সাদা ধুতি হাঁটুর ‌ওপর তুলে দরজায় দরজায় ঘুরছেন তিনি। ছবি- মৌমিতা চক্রবর্তী

কান্তি গাঙ্গুলির স্ত্রীর নামে এলাকায় 'জবাবিরাজ জ্ঞানায়ন পাঠশালা'-তে সবরকম ব‍্যবস্থা করা হয়েছে। এখনও পর্যন্ত ২০০ জন ঠাঁই নিয়েছেন ওখানে। ছবি- মৌমিতা চক্রবর্তী

রাখা হয়েছে মেডিকেল ক‍্যাম্প। ওখানেই ভূরিভোজের আয়োজন। ভাত, ডাল, সবজি। ছবি- মৌমিতা চক্রবর্তী

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link