Puri Jagannath Temple: পুরীর মন্দিরের দেওয়ালে এ কী? তড়িঘড়ি ডাকা হল...

Soumitra Sen Mon, 04 Nov 2024-11:18 am,

মন্দিরসূত্রে খবর, মূল মন্দিরের ভিতরে আনন্দ বাজার থেকে মেঘনাদ পাচেরি পর্যন্ত লম্বা ফাটল দেখা গিয়েছে।

মন্দিরের গায়ে দেওয়ালে শ্যাওলা জমেছে। এর অর্থ, দেওয়ালের কাঠামোর ভিতরে জল ঢুকছে।

বিষয়টি দ্রুত সরকারকে জানান মন্দির কর্তৃপক্ষ। রাজ্য সরকারও সঙ্গে সঙ্গে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া, যারা এই মন্দিরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে, তাদের খবর দেয়। 

অচিরেই কীভাবে মন্দিরের এই ধরনের ক্ষয়ক্ষতি রোখা যায়, কী ভাবে মন্দিরটিকে সুস্থ ভাবে টিকিয়ে রাখা যায়-- তা নিয়ে আলোচনায় বসবে মন্দির কর্তৃপক্ষ ও ওড়িশা সরকার।

মন্দিরের দেওয়ালে ফাটলের খবর প্রচার হতেই ভক্তদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। অনেকেই আবার সংস্কারাচ্ছন্ন হয়ে প্রশ্ন তুলেছেন, মন্দিরের রত্নভাণ্ডার খোলার শাস্তিস্বরূপই কি এটা ঘটল?

তবে কী সরকার, কী মন্দিরের পুরোহিতদল কেউই এ যুক্তি মানতে নারাজ। ওড়িশার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন এই ফাটল নিয়ে বলেন-- কীভাবে ফাটল ধরল, তা খতিয়ে দেখা হচ্ছে। এএসআই মন্দির সারাইয়েক প্রস্তুতি নিচ্ছে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link