ভারত-পাক ম্যাচ প্রসঙ্গে এবার আসরে পাকিস্তান অধিনায়ক, সওয়াল ক্রিকেটের পক্ষে
ক্রিকেট ও রাজনীতিকে কখনও একসঙ্গে গুলিয়ে ফেলা উচিত নয়। ভারত-পাক সম্পর্কে চিড় ধরলে বারবার এমন কথা শোনা গিয়েছে। এর আগে কার্গিল যুদ্ধের সময়ও বিশ্বকাপে মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। কিন্তু এবার পরিস্থিতি অন্য। পুলওয়ামায় জঙ্গি হামলার পর থেকে পাকিস্তানকে একঘরে করতে উঠেপড়ে লেগেছে ভারত।
উত্তপ্ত পরিস্থিতি। তাই এমন সময় আসন্ন বিশ্বকাপে ভারত-পাক ম্যাচের ভবিষ্যতও অনিশ্চিত হয়ে পড়েছে। আরও একবার দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রিকেটীয় সম্পর্কে প্রভাব ফেলছে। জানা গিয়েছে, বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে অস্বীকার করে ইতিমধ্যে আইসিসির কাছে আর্জি জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
যদিও অনেকেই বলছেন, গোটা ব্যাপারটা সরকারের সিদ্ধান্তের উপর ছাড়া উচিত। শেষমেশ ভারত সরকার যা সিদ্ধান্ত নেবে সেটাকেই দেশের পক্ষে হিতকর বলে মেনে নেওয়া উচিত সকলের। তবে এমন পরিস্থিতিতে ম্যাচ নিয়ে অনিশ্চয়তা মেনে নিতে পারছেন না পাক অধিনায়ক সরফরাজ আহমেদ।
পাকিস্তানের অধিনায়ক সরফরাজ বলছেন, ''বিশ্বকাপের সূচি মেনে ভারত-পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হওয়া উচিত। এই ম্যাচটা দেখবে বলে গোটা বিশ্বের প্রচুর ক্রিকেট সমর্থক অপেক্ষা করে থাকে। তাদের বঞ্চিত করা ঠিক হবে না। রাজনৈতিক বিবাদের জেরে ক্রিকেট ক্ষতিগ্রস্থ হলে মুশকিল।''
সরফরাজ আরও বলছিলেন, খেলাটাকে শুধুমাত্র খেলার মতো করেই দেখা উচিত। পাকিস্তান কখনও খেলার সঙ্গে রাজনীতি এক করে ফেলে না। পুলওয়ামা হামলার পর থেকে অকারণে ক্রিকেটের উপর আক্রমণ করা হচ্ছে।'' প্রসঙ্গত, ১৬ জুন বিশ্বকাপের ম্যাচে ভারত-পাক মুখোমুখি হওয়ার কথা।