ঈদে এবার এক টাকাও খরচ করবেন না, শ্রমিকদের সাহায্যে এগিয়ে এলেন বিরাটের দলের ক্রিকেটার
এই বছর তিনি ঈদে এক টাকাও খরচ করবেন না। বরং সেই টাকা দিয়ে তিনি অন্য রাজ্যে আটকে থাকা শ্রমিকদের সাহায্য করবেন। আর সেই জন্য উদ্যোগ নিয়েছেন সরফরাজ খান।
আইপিএলের এই তারকা ব্যাটসম্যানকে এই মহত্ কাজে সহযোগিতা করছেন তাঁর ছোট ভাই মুশির ও বাবা নওশাদ। শ্রমিকদের হাতে ইতিমধ্যে খাবারের প্যাকেট তুলে দিয়েছেন সরফরাজ।
আইপিএলের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের হয়ে খেলেন সরফরাজ। লকডাউনের জন্য তিনি গ্রামের বাড়িতে আটকে পড়েছেন।
ঈদের খরচ বাঁচিয়ে এক হাজার খাবারের প্যাকেট শ্রমিকদের হাতে তুলে দেবেন বলে ঠিক করেছেন সরফরাজ। সেই খাবারের প্যাকেটে আপেল, কলা, কেক, বিস্কুট ও একটি জলের বোতল থাকবে।
তাঁদের বাড়ির সামনে দিয়ে বহু শ্রমিক পায়ে হেঁটে বাড়ি ফিরছেন। সেই করুণ ছবি দেখে তাঁদের সাহায্যের জন্য এগিয়ে আসবেন বলে ঠিক করেন সরফরাজ। তার পরই ঠিক করেন, এবার ঈদ একটু অন্যভাবে পালন করবেন তিনি ও তাঁর পরিবারের সদস্যরা।