Cricketers Who Married Their Relatives: আত্মীয়দেরই বিয়ে করে ঘর করছেন যে ক্রিকেটাররা!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারত-পাকিস্তান ও বাংলাদেশ মিলিয়ে একাধিক ক্রিকেটাররা রয়েছেন, যাঁরা বিয়ে করেছেন আত্মীয়দেরই। তালিকায় রয়েছেন বীরেন্দ্র শেহওয়াগ থেকে শাহিদ আফ্রিদি। এই প্রতিবেদনে রইল তাঁদেরই গল্প।
বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান বিয়ে করেছেন তাঁর মামাতো বোন সামিয়া পরভিনকে। ২০১৯ বিশ্বকাপের পর মুস্তাফিজুর সাতপাকে বাঁধা পড়েন। সামিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইকোলজির ছাত্রী।
পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক কাকার মেয়েকে বিয়ে করেছেন। আফ্রিদি ও নাদিয়া ২০০০ সালে একসঙ্গে পথচলা শুরু করেন। তাঁদের রয়েছে পাঁচ কন্যা।
ভারতের প্রাক্তন ওপেনার শেহওয়াগ বিয়ে করেছেন ২০০৪ সালে। কিন্তু অনেকেই জানেন না যে, শেহওয়াগ জীবনসঙ্গিনী হিসেবে বেছে নিয়েছেন তাঁরই এক আত্মীয়ের কন্যাকে। তিন বছর ডেট করার পরেই বিয়ে করেন তাঁরা।
পাকিস্তানের প্রাক্তন ওপেনার আনওয়ার বিয়ে করেন তাঁরই এক তুতো বোনকে। ১৯৯৬ সালে লুবানার সঙ্গে একছাদের তলায় থাকার সিদ্ধান্ত নেন তাঁরা।
বাংলাদেশের ক্রিকেটার মোসাদ্দেক হোসেনও তাঁর আত্মীয়কে বিয়ে করেছেন ২০১২ সালে।