Cristiano Ronaldo-র এমন কোন ১০ রেকর্ড আজীবন অক্ষত থাকবে? ছবিতে দেখুন

Mon, 07 Feb 2022-11:11 pm,

আন্তর্জাতিক ফুটবলে তিনি এখন সর্বোচ্চ গোলের মালিক। ১১৫ গোল করে সবার শীর্ষে বসে আছেন পর্তুগিজ সুপারস্টার। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক কেরিয়ারের ১১০ এবং ১১১তম গোল করে এই রেকর্ড গড়েন পর্তুগালের অধিনায়ক।  

এক ফুটবল মরশুমেও সবথেকে বেশি গোল করার রেকর্ডও গড়েছেন তিনি। ২০১৭ সালে এই অনন্য রেকর্ড গড়েছিলেন পর্তুগিজ মহাতারকা। সেই বছর দেশের জার্সি গায়ে চাপিয়ে ৩২টি গোল করেছিলেন।

সবথেকে বেশি বয়সী ফুটবলার হিসেবে বিশ্বকাপে হ্যাটট্রিক গড়ারও নজির রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে স্পেনের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন 'সি আর সেভেন'। সেই সময় তাঁর বয়স ছিল ৩৩ বছর ১৩৩ দিন। 

আন্তর্জাতিক ফুটবলে সবথেকে বেশি রেকর্ড হ্যাটট্রিকের রেকর্ডও রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ঝুলিতে। মোট ৯টি হ্যাটট্রিক করে শীর্ষে রোনাল্ডো। ইরানের আলি দাই করেছিলেন ৮টি হ্যাটট্রিক। আর্জেন্টিনার লিওনেল মেসির ঝুলিতে রয়েছে ৬টি হ্যাটট্রিক। 

দীর্ঘ আন্তর্জাতিক ফুটবল কেরিয়ারে বিশ্বকাপ, ইউরো কাপ, নেশনস লিগ সহ একাধিক আন্তর্জাতিক প্রতিযোগিতা খেলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সেই নিরিখে বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে ১০টি আন্তর্জাতিক প্রতিযোগিতায় গোল করার রেকর্ডও রয়েছে তাঁর ঝুলিতে। 

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর রেকর্ডের তালিকায় আরও একটি রেকর্ড হল একটানা চারটি বিশ্ব কাপে গোল করার নজির। ২০০৬, ২০১০, ২০১৪ বিশ্বকাপে গোল করেছিলেন তিনি। এরপর ২০১৮ বিশ্বকাপে স্পেনের বিরুদ্ধে হ্যাটট্রিক করতেই টানা চারটি বিশ্বকাপে গোলের নজির গড়েছিলেন রোনাল্ডো। 

দীর্ঘ ১৯ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে শুধু সবথেকে বেশি গোলই নয়, সব থেকে বেশি ফুটবল খেলীয় দেশের বিরুদ্ধে গোল করার রেকর্ডও রয়েছে রোনাল্ডোর ঝুলিতে। এখনও পর্যন্ত ৪৪টি দেশের বিরুদ্ধে গোল করেছেন 'সি আর সেভেন'। 

২০২০ সালের ইউরো কাপের আগে এই প্রতিযোগিতায় সবথেকে বেশি গোলের মালিক ছিলেন মিশেল প্লাতিনি। গত ইউরো কাপে হাঙ্গেরির বিরুদ্ধে ২ গোল করে প্লাতিনিতে টপকে ইউরো কাপের সর্বোচ্চ গোলদাতা হন রোনাল্ডো। বর্তমানে ১৪ গোল করে শীর্ষ তিনি।

ইউরো কাপের ইতিহাসে সবথেকে বেশি ম্য়াচ জয়ের রেকর্ডও রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ঝুলিতে। ইউরো সেরার প্রতিযোগিতায় মোট ১২ ম্যাচ জিতেছেন পর্তুগিজ মহাতারকা।  

 

একটানা পাঁচটি ইউরো কাপে গোল করা বিশ্বের প্রথম ফুটলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ২০০৪, ২০০৮, ২০১২, ২০১৬, ২০২১ ইউরো কাপে টানা গোল করার নজির রয়েছে তাঁর। 

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link