মেজাজটাই আসল রাজা! ম্যাচের মাঝে তুলে নেওয়ায় ক্ষিপ্ত রোনাল্ডো ম্যাচ শেষের আগেই স্টেডিয়াম ছাড়লেন
মাঠে আর মাঠের বাইরে তিনি বরাবরই মুডি। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মেজাজ এবার টের পেলেন জুভেন্টাস কোচ।
সিরি-আ লিগে রবিবার এসি মিলানের বিরুদ্ধে ৫৫ মিনিটে রোনাল্ডোর জায়গায় পাওলো দিবালাকে মাঠে নামান জুভেন্টাস কোচ সারি। চলতি সপ্তাহে এই নিয়ে দ্বিতীয়বার রোনাল্ডোকে বদলি করেন সারি।
দ্বিতীয়ার্ধের শুরুতে তাঁকে তুলে নেওয়ায়, তা মানতে পারেননি পর্তুগিজ তারকা। কোচের উদেশ্যে ক্ষোভ উগড়ে দেন রোনাল্ডো। ডাগআউটে না বসে সোজা ড্রেসিংরুমে হাঁটা দেন সিআরসেভেন।
স্থানীয় মিডিয়ার খবর অনুযায়ী, খেলা শেষ হওয়ার আগেই স্টেডিয়ামও ছাড়েন সিআরসেভেন।
প্রসঙ্গত, রোনাল্ডোর পরিবর্ত হিসাবে নামা দিবালার গোলেই জেতে জুভেন্টাস।