Cristiano Ronaldo: Manchester United-এ `ঘর ওয়াপসি`, ইটালি ছাড়লেন রোনাল্ডো
নিজস্ব প্রতিবেদন: জুভেন্তাস এখন অতীত। সতীর্থদের 'আলবিদা' জানিয়ে ব্যক্তিগত বিমানে ইটালি ছাড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ইংলিশ প্রিমিয়র লিগে, নিজের পুরনো ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ফিরলেন পর্তুগিজ মহাতারকা।
১৭ বছরের সম্পর্কে ইতি। বার্সেলোনা ছেড়েছেন মেসি। জুভেন্তাসে থাকলেন না রোনাল্ডো-ও।
ইটালিতে যে স্বচ্ছন্দ বোধ করছেন না, সে খবর গোপন ছিল না। শোনা যাচ্ছিল, জুভেন্তাস কর্তৃপক্ষের সঙ্গে নাকি একেবারেই বনিবনা হচ্ছে না রোনাল্ডোর। এমনকী, চলতি মরশুমে পতুর্গিজ মহাতারকাকে প্রথম খেলাননি জুভের ম্যানেজার অ্যালেগ্রি।
এসবের মাঝেই আবার সোশ্যাল মিডিয়া বোমা ফাটান ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিজিয়ো রোমানো। লেখেন, 'ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৪০ মিনিট অনুশীলন করেই সতীর্থদের গুডবাই বলে বেরিয়ে যান। আর কয়েক ঘণ্টায় তিনি ছাড়তে চান ক্লাব'।
বাস্তবে হলও তাই। জুভেন্তাসের সতীর্থদের আলবিদা জানিয়ে ব্যাক্তিগত বিমানে ইটালি ছাড়লেন রোনাল্ডো।
রোনাল্ডোকে পাওয়ার জন্য ঝাঁপিয়েছিল ম্যাঞ্চেস্টার সিটি। কিন্তু শেষপর্যন্ত বাজিমাত করল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। পুরানো ক্লাবের জার্সিতেই ইংলিশ প্রিমিয়ল লিগে 'ঘর ওয়াপসি' হতে চলেছে সিআর সেভেন-র।