আক্রান্ত ৭৫ লাখেরও বেশি, তবে দেশে গত একদিনে অনেকটাই কমলো করোনা সংক্রমণ

Mon, 19 Oct 2020-3:29 pm,

করোনা সংক্রমণের শিখর পেরিয়ে এসেছি আমরা। এমনটাই বলছে কেন্দ্রের একটি কমিটির সমীক্ষা। সরকারের দাবি ফেব্রুয়ারির শেষ নাগাদ বাগে আসবে কোভিড। গত ২৪ ঘণ্টার করোনার সংক্রমণ কি সেদিকেই ইঙ্গিত করছে?

গত একদিনে দেশে করোনা সংক্রমিত মানুষের সংখ্যা কমে হল ৫৫,৭২২।  এর আগের দিনগুলিতে নতুন করে সংক্রমিত মানুষের সংখ্যা অনেকটাই বেশি ছিল। সোমবার সকাল পর্যন্ত দেশে করোনা সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে হল ৭৫,৫০,২৭৩।

 

গত একদিনে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমেছে ১১,২৫৬। 

গত ২৪ ঘণ্টায় দেশে করোনার শিকার হলেন, ৫৭৯ জন। এনিয়ে দেশে মৃত্যু হল ১,১৪,৬১০ জন।

মহারাষ্ট্রের করোনা পরিস্থিতিত এখনও খারাপ। এখনও পর্যন্ত সেখানে সক্রিয় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১,৮৩,৪৫৬। মৃত্যু হয়েছে ৪২,১১৫ জনের। এছাড়া কর্ণাটকে এখনও পর্যন্ত সক্রিয় করোনা আক্রান্ত ১,০৯,২৮৩, দিল্লিতে সক্রিয় করোনা আক্রান্ত ২২,৮৮৪ জন।

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link