রেল, স্থল, জল সব পথ আজ মিলেছে ব্রিগেডে
কাতারে কাতারে লোক আসছে ব্রিগেডে যোগ দিতে। জনারণ্য শিয়ালদা স্টেশন চত্বর। সকাল থেকেই দ্বিতীয় হুগলি সেতুতেও গাড়ির লাইন।
হাওড়ার দিক থেকে যাঁরা ব্রিগেডে আসছেন, তাদের অন্যতম ভরসা জলপথ। পরিবহন দফতরের তরফে বাড়তি ভেসেলের ব্যবস্থা করা হয়েছে। জেট স্কি আর বিশেষ ইয়াট নিয়ে নজরদারি চালাচ্ছে রিভার ট্রাফিক পুলিস।
৫০ লাখের ভিড় সামলাতে তত্পর পুলিস।
ব্রিগেডে আগত কর্মী, সমর্থকদের জন্য কলকাতা হাইকোর্টের হেরিটেজ বিল্ডিংয়ের সামনে চলছে রান্নাবান্না।
জেলার আইনজীবীরা এখানেই খাওয়াদাওয়া সারবেন। তারপর মিছিল করে ব্রিগেডে যাবেন।
জনারণ্য ব্রিগেড। শুধুই কালো মাথার সারি।
দূর দূরান্ত থেকে মানুষ আসছেন। যাঁরা ব্রিগেড ১২টার মধ্যে ব্রিগেডে পৌঁছতে পারবেন না, তাঁদের জন্য বিভিন্ন পয়েন্টে জায়ান্ট স্ক্রিনে বক্তৃতা শোনার সুবন্দোবস্ত থাকছে।