অতি স্পর্শকাতর এলাকায় করা যাবে না এই কাজ! CRPF- জওয়ানদের জন্য নতুন নির্দেশিকা
অতি স্পর্শকাতর এলাকায় কর্তব্যরত জওয়ানদের জন্য নতুন নির্দেশিকা জারি করল সিআরপিএফ-এর উর্ধতন কর্তৃপক্ষ। এবার থেকে অতি স্পর্শকাতর এলাকায় স্মার্টফোন ব্যবহার করতে পারবেন না জওয়ানরা।
অতি স্পর্শকাতর এলাকায় কর্তব্যরত কোনও আধিকারিকও স্মার্ট ফোন ব্যবহার করতে পারবেন না। স্মার্টফোন শিবিরের ড্রয়ারে রেখে টহলে বেরোতে হবে যে কোনো জওয়ানকে।
সিআরপিএফ-এর তরফে জানানা হয়েছে, অতি স্পর্শকাতর এলাকায় জওয়ানরা সাধারণ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। কিন্তু স্মার্টফোন ব্যবহার করা যাবে না। নিরাপত্তাজনিত কারণেই এমন সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।
স্মার্টফোনের ক্যামেরা, স্টোরেজ সহ একাধিক বিষয় নিরাপত্তা জনিত সমস্যা তৈরি করতে পারে। তাই অতি স্পর্শকাতর এলাকায় স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি হচ্ছে।
অতি স্পর্শকাতর এলাকায় কোনও পরিস্থিতিতে কোনও জওয়ান স্মার্ট ফোন ব্যবহার করতে চাইলে তাঁক হেড কোয়ার্টারে জানাত হবে। কোনও পরিস্থিতিতেই উর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে জওয়ানরা স্মার্টফোন ব্যবহার করতে পারবেন না।