উপত্যকায় আচমকা CRPF এর উপর হামলা, জঙ্গিদের গুলিতে নিহত এক ব্যক্তি, শহিদ এক জওয়ান

Wed, 01 Jul 2020-6:14 pm,

নিজস্ব প্রতিবেদন: জম্মু-কাশ্মীরের বারামুলা জেলায় টহলরত সিআরপিএফ জওয়ানদের উপর হঠাৎ হামলা চালায় জঙ্গিরা। যার দরুন এক সিআরপিএফ জওয়ান শহিদ হয়ছেন।

 

শ্রীনগর থেকে ৫০ কিলোমিটার দূরে এই হামলা চলাকালীন ঘটনাস্থলে একটি গাড়িতে ছিলেন এক সাধারণ ব্যক্তি ও তাঁর নাতি। জঙ্গিদের গুলিতে নিহত হন দাদু। ৩ বছরের শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করেছে সেনা।

হামলার পর সেনা যখন পাল্টা দেয়, তার আগেই চম্পট দেয় জঙ্গিরা। জম্মু ও কাশ্মীর পুলিসের ডিরেক্টর জেনারেল দিলবাগ সিং জানিয়েছেন, সোপোর শহরে নাকা পার্টি (টহল) চলাকালীন জঙ্গিরা হামলা করে। তাদের খোঁজার জন্য তল্লাশি অভিযান চলছে।

শুধুমাত্র গত মাসেই উপত্যকায় বিভিন্ন এনকাউন্টারে ৪৮ জঙ্গিকে খতম করেছে নিরাপত্তা বাহিনী। দিলবাগ সিং জানিয়েছেন গত সাড়ে ৫ মাসের মধ্যেই ১০০ জঙ্গিকে নিকেশ করেছে নিরাপত্তা বাহিনী।

এই ১০০ জনের মধ্যে নাইকু ও মাসুদ সহ ৫০ এর বেশি হিজবুল মুজাহিদিন জঙ্গি, ২০ জন লস্কর-ই-তইবা, ২০ জন জইশ-ই-মহম্মদ ও বাকিরা আল বদর এবং আনসার গাজওয়াতুল সংগঠনের সঙ্গে যুক্ত।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link