Sundarban Cruise Service: নতুন বছরে দুই সুন্দরবনে বিলাসবহুল ক্রুজে ঘোরার সুযোগ, জেনে নিন পরিষেবা শুরু কবে
সুন্দরবন ছড়িয়ে রয়েছে ওপার ও এপার বাংলায়। দুই বাংলার সেই বনভূমি ক্রুজে চড়ে দেখার সুয়োগ করে দিচ্ছে কলকাতা ও ঢাকার একটি সংস্থা। জানা যাচ্ছে পরিষেবা শুরু হবে নতুন বছরের জানুয়ারি মাস থেকেই। -তথ্য ও ছবি-অয়ন ঘোষাল
মোট ৪ তলা ক্রুজে রয়েছে ৬৮টি কেবিন। এরমধ্যে লাক্সারি কেবিন ১২টি। তাতে থাকতে পারবেন ২৪ জন। -তথ্য ও ছবি-অয়ন ঘোষাল
ডবল বেড কেবিন ২০টি। থাকতে পারবেন ৪০ জন। সিঙ্গল কেবিন ৩৬ টা। থাকতে পারবেন ৩৬ জন। বাকি ২৪০ টি সাধারণ স্লিপার বেড আছে। -তথ্য ও ছবি-অয়ন ঘোষাল
কলকাতার আউট্রাম জেটি থেকে ইমিগ্রেশন। তারপর ক্রুজে চড়া। ক্রুজ এগিয়ে চলবে ইন্দো বাংলাদেশ প্রটোকল রুট ধরে। অর্থাৎ বজবজ, ডায়মন্ড হারবার, নামখানা, সজনেখালি, হেমনগর ইন্দো বাংলা জলপথ বর্ডার পর্যন্ত গিয়ে তা প্রবেশ করবে বাংলাদেশে। এরপর বাংলাদেশর কটকা, করমজাল ইকোপার্ক, বাংলাদেশ সুন্দরবন খাঁড়ি দিয়ে মঙ্গলা পোর্ট পর্যন্ত গিয়ে শেষ হবে যাত্রা। এতে মোট সময় লাগবে ৭২ ঘন্টা। -তথ্য ও ছবি-অয়ন ঘোষাল
বাংলাদেশের ঢাকার সব থেকে বড় ক্রুজ সংস্থা এম কে শিপিং লাইন বিগত দেড় মাস ধরে সপ্তাহে একদিন এই পরিষেবা দিচ্ছে। ভারতীয় অংশীদারি হিসেবে নতুন বছর থেকে এর সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছে কলকাতার সংস্থা গঙ্গা ট্যুরিজম। এমনটাই জানালেন বাংলাদেশের এম কে শিপিং লাইনের কর্ণধার মহম্মদ মাসুম খান। -তথ্য ও ছবি-অয়ন ঘোষাল
অন্যদিকে, গঙ্গা ট্যুরিজমের কর্ণধার অঞ্জন সিনহা বলেন, এপার বাংলায় সুন্দরবন এক তৃতীয়াংশ। ওপার বাংলায় দুই তৃতীয়াংশ। তাই সেই অদেখা সুন্দরবন দেখার এবং আরামদায়ক ক্রুজ সফরের আনন্দ পেতে এই রাজ্য তথা এই দেশের ভ্রমণ পিপাসু মানুষ অপেক্ষা করছেন। -তথ্য ও ছবি-অয়ন ঘোষাল
মাথাপিছু ভাড়া ১৫ থেকে ৩৫ হাজার টাকা। ৯ জানুয়ারি থেকে মাসে ১ বার পরিসেবা। বুক করা যাবে ফোনে বা ওয়েবসাইটে। অথবা সরাসরি চলে যাওয়া যাবে গঙ্গা ট্যুরিজম কলকাতা অফিস ১৯ নম্বর নেতাজি সুভাষ রোড এর অফিসে। -তথ্য ও ছবি-অয়ন ঘোষাল