Fake Call Centre: ভুয়ো কল সেন্টার খুলে হাতিয়ে নেওয়া হতো বিপুল টাকা, ৬ জনকে গ্রেফতার করল পুলিস

Tue, 09 Apr 2024-8:51 pm,

ভুয়ো কল সেন্টারের আড়ালে আর্থিক প্রতারণার অভিযোগে ৬ জনকে আটক করল আসানসোল দুর্গাপুর কমিশনারেটের সাইবার ক্রাইম থানার পুলিস।-তথ্য ও ছবি বাসুদেব চট্টোপাধ্য়ায়

মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে আসানসোলের কল্যাণপুর আইটি পার্কে তল্লাশি চালায় পুলিস। কম্পিউটার-সহ বেশকিছু নথিপত্র বাজেয়াপ্ত করেছে সাইবার থানার পুলিস। সাইবার থানার এসিপি বিশ্বজিৎ নস্কর বলেন, বহুদিন ধরে কল্যাণপুরে ওয়েবেল আইটি পার্কে ভুয়ো কল সেন্টার খুলেছিল এরা। -তথ্য ও ছবি বাসুদেব চট্টোপাধ্য়ায়

 

এই কল সেন্টার থেকে গ্রাহকদের ফোন করে পুরস্কারের প্রলোভন দেখিয়ে তাদের তথ্য নিয়ে আর্থিক প্রতারণা করা হত। এই ঘটনার পর প্রতারিতরা সাইবার থানায় অভিযোগ দায়ের করেছিল। সেই অভিযোগের ভিত্তিতে এদিন ভুয়ো কল সেন্টারে তল্লাশি অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে পুলিশ । -তথ্য ও ছবি বাসুদেব চট্টোপাধ্য়ায়

 

এর পাশাপাশি কল সেন্টার থেকে কম্পিউটার সহ বেশকিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে সাইবার থানার পুলিস। বিশ্বজিৎ বাবু বলেন প্রাইমারি পর্যায়ে রয়েছে, অনেক গুরুত্বপূর্ণ নথি পাওয়া গেছে। তদন্ত করে দেখা যাক কি আছে, তারপর বলা যাবে এরা কি ভাবে প্রতারণা করত। -তথ্য ও ছবি বাসুদেব চট্টোপাধ্য়ায়

 

এসিপি বিশ্বজিত্ নস্কর বলেন, একটা ভুয়ো কল সেন্টার চলছিল। আমরা রেইড করেছি। আপাতত ৬ জনকে আটক করা হয়েছে। প্রচুর ডক্য়ুমেন্ট পাওয়া গিয়েছে। ওগুলো নবিয়ে তদন্ত হলে অনেক কিছুপই বেরিয়ে আসবে।  -তথ্য ও ছবি বাসুদেব চট্টোপাধ্য়ায়

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link