হোয়াটসঅ্যাপে একটা ভুল; আপনার অ্যাকাউন্ট কীভাবে সাফ হয়ে যেতে পারে, জানাল SBI
স্মার্ট ফোন কাজে লাগিয়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাফ করে দিতে পারে সাইবার অপরাধীরা। হোয়াটসঅ্যাপে মেসেজ করতে গিয়ে একুটু ভুল করলেই ব্যাস। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাগাল পেয়ে যেতে পারে অপরাধীরা। এনিয়ে গ্রাহকদের সতর্ক করল এসবিআই।
এসবিআইএর তরফে জানানো হয়েছে, গ্রাহকদের হোয়াটসঅ্যাপে নিশানা করছে সাইবার অপরাধীরা। সতর্ক থাকুন।
হোয়াটসঅ্যাপের মাধ্যমে কীভাবে ব্যাঙ্ক জালিয়াতরা কাজ করে তা পয়েন্ট করে বুঝিয়েছে এসবিআই। এরা হয় আপনাকে হোয়াটসঅ্যাপে ফোন করবে নয়তো কোনও মেসেজ পাঠাবে।
** হঠাত্ করে মেসেজ আসতে পারে আপনি লটারি জিতেছেন। বলবে, এসবিআই-এর এই নম্বরে যোগাযোগ করুন।
** জেনে রাখুন এসবিআই কখনও মেসেজ, ইমেল, ফোন বা হোয়াটসঅ্যাপে ফোনে করে আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য জানতে চাইবে না।
** এসবিআইয়ের কোনও লটারি স্কিম বা লাকি কাস্টমারদের গিফট দেওয়ার কোনও স্কিম নেই। তাই এরকম কোনও প্রলোভনে পড়ার আগে একাবার ভাবুন, সতর্ক থাকুন।
** ব্যাঙ্কের নাম করে কোনও ফোন এলে বিশ্বাস করবেন না। আপানার একটা ভুলের জন্য অপেক্ষা করে থাকে ওরা।