কলকাতা থেকে ৩৩০ কিমি দূরে, খেল দেখাতে শুরু করেছে আমফান! উপকূলীয় অঞ্চলে শুরু বৃষ্টি
গাঙ্গেয় উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক করেছে প্রশাসন। প্রতি এলাকায় ফেরি চলাচল বন্ধ করার নির্দেশ দিয়েছে থানা। গঙ্গার জলস্তর বাড়তে শুরু করেছে।
আমফানের প্রভাব ইতিমধ্যেই দেখতে শুরু করেছে বাংলা। উপকূলবর্তী জেলাগুলিতে ইতিমধ্যেই বৃষ্টি হতে শুরু করেছে। কলকাতা থেকে তার দূরত্ব মোটে ৩৩০ কিলোমিটার। কলকাতায় প্রবল বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। কলকাতা, হাওড়া, হুগলি পশ্চিম মেদিনীপুর- এই চার জেলায় ঘণ্টায় ১১০-১৩০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে ঝড়।
আবহাওয়া দফতর সূত্রে খবর, পূর্ব মেদিনীপুরের দিঘা থেকে ২১০ কিলোমিটার দূরে অবস্থান করছে আমফান।
বুধবার বিকালের মধ্যেই অতি শক্তি সঞ্চয় করে ঘণ্টায় ১৮৫ কিলোমিটার বেগে আছড়ে পড়তে চলেছে আমফান। পশ্চিমবঙ্গের সুন্দরবন, সাগরদ্বীপের ওপর অতি সতর্কতা জারি করা হয়েছে। প্রশাসনের তরফে রয়েছে চূড়ান্ত তত্পরতা।
সরকারের তরফে খোলা হয়েছে কন্ট্রোল রুম। রাজ্য সরকারের ২৪ ঘণ্টার কন্ট্রোল রুমের টোল ফ্রি নম্বর ১০৭০। ইতিমধ্যেই NDRFএর দল মোতায়েন রয়েছে সাগরদ্বীপ, কাকদ্বীপে।
বরখালিতে ইতিমধ্যেই সামুদ্রিক জলোচ্ছ্বাস চোখে পড়ার মতো। দিঘায় ঢেউয়ের সর্বোচ্চ উচ্চতা ১২ ফুট।