বুলবুল-এর তাণ্ডবে তছনছ বকখালি, খাঁড়িতে উল্টে পড়ে ট্রলার, লন্ডভন্ড সৈকত বাজার
তন্ময় প্রামাণিক : বুলবুল-এর তাণ্ডবে লন্ডভন্ড ফ্রেজারগঞ্জ। ক্ষতি কতটা এখনই পরিমাপ করে বলা মুশকিল। জীবনের স্বাভাবিক ছন্দে ফেরার লড়াই এখন সুন্দরবনবাসীর।
কোনও বড় গাছ আস্ত নেই। শিকড়সুদ্ধু উপড়ে গিয়েছে। জলে ভাসছে মৃত ছাগল, গবাদি পশু।
বাড়ি লন্ডভন্ড। পাকা বাড়ির অংশ ভেঙে পড়েছে।
বিধ্বস্ত হারবার জেটি। ভেঙে চুরমার আলো স্তম্ভ।
ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরের ভিতর কোনও গাছ আস্ত নেই।
নষ্ট ঝাউ বাগান। বুলবুল আছড়ে পড়ার পর রাতের ভয়াবহ অভিজ্ঞতা উঠে আসছে মৎস্যজীবীদের কথায়। রাতের অন্ধকারে বুলবুল-এর তাণ্ডবের প্রমাণ এই উল্টে যাওয়া ট্রলার।
বুলবুলের তাণ্ডবের পর রবিবারের চেনা ছবি উধাও বকখালিতে। পর্যটক শূন্য বকখালি।
বুলবুলের তান্ডবে তছনছ বাজার। তার মধ্যেই ঘুরে বেড়াচ্ছেন কয়েকজন। বাজার বন্ধ থাকায় খাবার অমিল।
ক্ষতি হয়েছে বকখালি রেঞ্জের বন বিভাগেরও। বন্ধ রাখা হয়েছে পর্যটকদের প্রবেশ।
বকখালি সমুদ্র সৈকতেও খাঁ খাঁ অবস্থা।
কোস্ট গার্ড ফ্রেজারগঞ্জের স্টেশন কমান্ড্যান্ট অভিজিৎ দাসগুপ্ত জানিয়েছেন, ১১ হাজার ট্রলার নৌকা সমুদ্র থেকে ঝড়ের আগে ফিরিয়ে আনা হয়। ফলে প্রাণহানি এড়ানো গিয়েছে।
দুর্গত মানুষের জন্য খিচুড়ি খাবারের ব্যবস্থাও করেন তাঁরা।