Cyclone Dana Alert: দিঘায় সাবধান! অ্যাডভেঞ্চারের খোঁজে জলে নামলেই পুলিসের জালে...
কিরণ মান্না: আর কিছু ঘণ্টা আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় 'ডানা'। বুধবার সকালে উত্তর-পশ্চিম দিশায় সাইক্লোন ঘনীভূত হয়েছে।
পারাদ্বীপ থেকে ৪৯০ কিলোমিটার দূরে, ধামরা থেকে ৫২০ কিমি দূরে, সাগর দ্বীপ থেকে ৫৭০ কিমি দূরে আছে এই ঝড়। বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে গতিবেগ আরও বাড়বে।
পুরী, সাগরদ্বীপের মধ্যে ভিতরকণিকা, ধামরা পোর্ট এলাকায় ল্যান্ডফল হতে পারে। গতিবেগ ঘন্টায় হতে পারে ১২০ কিমি। পশ্চিমবঙ্গের সমুদ্র তীরবর্তী জেলা, হাওড়া, হুগলীতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
দক্ষিণ ২৪ পরগনায় টাইডাল ওয়েভ আসবে। সাইক্লোন যখন আসবে তখন হাওড়া, হুগলিতে বাতাসের গতিবেগ ৭০ থেকে ৭৫ কিমি হতে পারে। পূর্ব মেদিনীপুরে ক্ষয়ক্ষতির সম্ভাবনা সবচেয়ে বেশি। আমফানের থেকে দুর্বল এই সাইক্লোন। আম্ফানের গতিবেগ ছিল ঘণ্টায় ১৬০ কিমি।
যশের সঙ্গে এই সাইক্লোনের গতিবেগের মিল আছে। ইতোমধ্যেই দিঘায় শুরু হয়েছে মাইকিং। পুলিস বারংবার নিষেধ করার পরেও যেসব পর্যটক প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে বীচের কাছে আসছে, তাদের ধর পাকড় শুরু করেছে পুলিস।
ইতোমধ্যে আটক করেছে বেশ কয়েকজন পর্যটককে। অধিকাংশ পর্যটক দিঘা ছেড়ে হোটেল ছেড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। আর যারা এখনও যাননি, তাদেরকে যেতে বলা হচ্ছে, না গেলে হোটেলের মধ্যে থাকার কথা জানাচ্ছে প্রশাসন।
হলদিয়া কোস্টগার্ড হোভারক্রাফ্ট এয়ারক্রাফট নিয়ে মাঝ সমুদ্রে মাইকিং চালাচ্ছে মৎস্যজীবীরা যারা ফেরেননি তাদের ফেরার কথা বলছে সচেতনতামূলক প্রচার চালাচ্ছে। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা দীঘা উপকূলে সব রকম নজরদারি চালাচ্ছে।