Cyclone Dana Update | Rainfall: গতিপথ পালটাচ্ছে `ডানা`? বাংলায় শক্তিশালী ঘূর্ণিঝড়ের প্রভাব নিয়ে বড় আপডেট...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শক্তিশালী ঘূর্ণিঝড় 'ডানা'র গতিপথ ও বাংলায় প্রভাব নিয়ে বড় আপডেট।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, শক্তিশালী ঘূর্ণিঝড় 'ডানা' অভিমুখ পালটে ওড়িশার দিকে অগ্রসর হচ্ছে। ঝড়ের মূল প্রভাব ওড়িশায় পড়বে। ২৪ তারিখ রাত ৯টায় ল্যান্ডফল হবে 'ডানা'র।
ল্যান্ডফল হবে পুরী ও সাগরদ্বীপের মাঝামাঝি এলাকায়। সুন্দরবনে তেমন প্রভাব পড়বে না। 'ডানা'র ঝাপটা থেকে বেঁচে যাবে বাংলার ডেল্টা অঞ্চল।
তবে 'ডানা'র লেজের ঝাপটায় পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ২৩ ও ২৪ অক্টোবর ব্যাপক বৃষ্টিপাত হবে। কারণ, সমুদ্রের মধ্যে দিয়ে অগ্রসর হওয়ার সময় প্রচুর পরিমাণে জলীয় বাষ্প সংগ্রহ করবে 'ডানা'।
দিঘা উপকূলের ৬০ কিলোমিটারের মধ্য়ে ব্যাপক প্রভাব পড়বে বলে পূর্বাভাস। ৩-৪ মিটার উঁচু ঢেউ উঠবে দিঘা উপকূলে। আর সুন্দরবন এলাকায় ২ মিটারের কাছাকাছি উঁচু ঢেউ উঠবে।
বিপর্যয় মোকাবিলায় রাজ্যে ৯টি NDRF টিমকে মোতায়েন করা হয়েছে। যার মধ্যে ৩টি করে টিম পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়, ২টি টিম উত্তর ২৪ পরগনায় ও ১টি টিম পশ্চিম মেদিনীপুরে মোতায়েন করা হয়েছে।