Cyclone Dana Update | Digha: `ডানা`র দাপটে কি ধুয়ে-মুছে `সাফ` হয়ে যাবে দিঘা? আতঙ্ক বাড়ছে...

Tue, 22 Oct 2024-12:41 pm,

কিরণ মান্না: ধেয়ে আসছে 'ডানা'। বর্তমানে গভীর নিম্নচাপ রূপে অবস্থান করছে 'ডানা'। কালকের মধ্যেই তা ঘূর্ণিঝড়ের রূপ নেবে বলে পূর্বাভাস। 

 

যার জেরে আজ মঙ্গলবার বিকালের পর থেকেই উপকূলীয় জেলাগুলিতে আবহাওয়ার পরিবর্তন হবে বলে পূর্বাভাস। ইতিমধ্যেই দিঘায় শুরু হয়েছে মাইকিং। পুলিস প্রশাসন পর্যটক ও মৎস্যজীবীদের উদ্দেশে মাইকিং শুরু করেছে। 

 

দিঘা শংকরপুর উন্নয়ন পরিষদের পক্ষ থেকেও মাইকিং করা হচ্ছে। সৈকত শহর দিঘায় পর্যটকদের ভিড় রয়েছে। ফলে জোরকদমে নজরদারি চলছে। আজ সকাল থেকে মোতায়েন করা হয়েছে নুলিয়া, ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীদের।

 

মঙ্গলবার সন্ধে থেকে শুক্রবার সকালের মধ্যে ল্যান্ডফল হতে পারে 'ডানা'র। ল্যান্ডফলের সময় সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম অর্থাৎ শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নেবে 'ডানা'। ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১২০ কিলোমিটার। 

 

ওড়িশার পুরী এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মাঝে ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা শক্তিশালী ঘূর্ণিঝড় 'ডানা'র। কাতারের দেওয়া নাম এই 'ডানা'।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link