`ফণি`র দুর্যোগের মধ্যে আত্মীয়দের খবর নিতে হেল্পলাইন চালু করল BSNL ও রেল
'ফণি'র ছোবল থেকে বাঁচতে প্রস্তুতিতে কোথাও কোনও খামতি রাখছে না প্রশাসন থেকে রেল।
পুরীর সৈকতের ধারের হোটেলগুলি পর্যটকরা যাতে অবিলম্বে খালি করে দেন, তারজন্য লাগাতার মাইকিং করা হচ্ছে।
পুরী থেকে ফেরার জন্য স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। পর্যটকদের সেই ট্রেনগুলি ধরতে অনুরোধ করা হচ্ছে।
এদিন বেলা ৩টেয় ও ৬টায় দুটি পুরী থেকে হাওড়া শালিমার পর্যন্ত দুটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।
যাত্রীদের সুবিধার্থে পথে খুরদা রোড, ভুবনেশ্বর, কটক, জাজপুর কেওনঝাড় রোড, ভদ্রক, বালেশ্বর, খড়গপুরে থামবে ট্রেনগুলি।
হাওড়া, খড়গপুর ও বালেশ্বরে হেল্পালাইন নাম্বার চালু করেছে বিএসএনএল ও রেল।
খড়গপুর জংশন- ডিজাস্টার ম্যানেজমেন্ট রুমে রেল (৬৩৫৩৫) ও বিএসএনএল (০৩২২২২২১৬৯৬), প্ল্যাটফর্মে রেল (৬৩৯৫০) ও বিএসএনএল (০৩২২২২৫৫৭৫৮)
বালেশ্বরে রেল (৬৪৯০৮/৯) ও বিএএসএনএল (০৬৭৮২২৬২৭৬), হাওড়ায় রেল (৪৫২৭১) ও বিএসএনএল (০৩৩২৬৪১২৯৭৫)