ফণির ঝাপটা শুরু কলকাতায়, জল-স্থল-আকাশে বিপর্যস্ত পরিবহন পরিষেবা
স্থলভাগে আছড়ে পড়েছে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় ফণি। ওড়িশা উপকূলে আছড়ে পড়ার পরই শুরু হয়েছে তাণ্ডব। ফণির দাপটে লন্ডভন্ড পুরী, গোপালপুর, ভুূনেশ্বর। কলকাতাতেও শুরু হয়ে গিয়েছে তুমুল বৃষ্টি। এদিন সন্ধ্যা থেকে রাতের মধ্যেই ঘূর্ণিঝড় ফণি রাজ্যে ঢুকে যাবে বলে সতর্ক করেছেন আবহবিদরা।
ফণির জন্য আজ বিকেল ৪টে থেকেই বিমান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। আগামিকাল সকাল ৮টা পর্যন্ত বন্ধ থাকবে বিমান চলাচল। উড়াল বাতিল হতেই এয়ারপোর্টে বিমানসংস্থাগুলির টিকিট কাউন্টারে লম্বা লাইন টিকিট বাতিল করার জন্য।
যান চলাচলে প্রভাব পড়বে। পরিস্থিতি অনুসারে কলকাতায় বহু রুটের অটো বন্ধ রাখা হতে পারে।
ফণির জন্য এদিন দুপুর ১টা থেকে হাওড়া ফেরি সার্ভিস বন্ধ থাকবে। আগামিকাল সম্পূর্ণ বন্ধ থাকবে ফেরি সার্ভিস। ফেরি সার্ভিস কখন থেকে আবার চালু করা হবে, পরিস্থিতি অনুযায়ী সেই সিদ্ধান্ত নেওয়া হবে।
বাতিল করা হয়েছে বহু লোকাল ট্রেন। রবিবার ও অন্যান্য ছুটির দিনের মতো ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। প্রয়োজনে আরও ট্রেন বাতিল করা হতে পারে, আবার দরকারে চালানো হতে পারে স্পেশাল ট্রেন।
রাস্তায় বাস অনেক কম। খুব প্রয়োজন না পড়লে বাইরে না বেরনোরই পরামর্শ দিয়েছেন আবহবিদরা।