ঘূর্ণিঝড় `ফণি`র আশঙ্কায় শুক্রবার থেকে বন্ধ হচ্ছে কলকাতার বিমান চলাচল

Thu, 02 May 2019-7:40 pm,

নিজস্ব প্রতিবেদন: ঘূর্ণিঝড় ফণির জেরে বিপর্যস্ত হতে চলেছে রাজ্যের অসামরিক বিমান পরিবহণ। আগামিকাল অর্থাত্ শুক্রবার রাত সাড়ে ৯টা থেকে বন্ধ হতে চলেছে কলকাতা বিমানবন্দরের উড়ান চলাচল। 

উড়ান পরিষেবা বন্ধ থাকবে পরের দিন অর্থাত্ শনিবার সন্ধে ৬ টা পর্যন্ত। সমস্ত বিমান সংস্থাকে যাত্রীদের টিকিট বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে।         

শনিবার সন্ধে ৬টার পর আকাশ দেখে উড়ান চলাচল চালু করার সিদ্ধান্ত নেবে কলকাতা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল। 

ওডিশার ভূবনেশ্বর বিমানবন্দরে শনিবার উড়ান পরিষেবা বন্ধ করল গোএয়ার।

কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী সুরেশ প্রভু জানান, উদ্ধারকাজ ও ত্রাণ পৌঁছনোর জন্য সকল বিমান সংস্থার কাছে সহযোগিতার আবেদন করছি। উদ্ধারকাজ ও ত্রাণের জন্য আকাশপথে সব ধরনের সামগ্রী পাঠানো হবে। খোলা হয়েছে কন্ট্রোল রুম। 

 

ঘূর্ণিঝড় 'ফণি'র প্রভাবে শুক্রবার বিকেল থেকে পূর্ব-পশ্চিম মেদিনীপুরে শুরু হবে ঝড়বৃষ্টি। শনিবার সকাল থেকে বৃষ্টিপাত শুরু হবে কলকাতা, হাওড়া, হুগলি, দুই বর্ধমানে। ধীরে ধীরে বাড়তে থাকবে বৃষ্টিপাতের পরিমাণ। 

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link