দক্ষিণবঙ্গে কখন, কোথায় ঝড়বৃষ্টি শুরু? কলকাতায় অতিবৃষ্টি কোন সময়ে? জেনে নিন
নিজস্ব প্রতিবেদন: ঘূর্ণিঝড় 'ফণি'র প্রভাবে শুক্রবার বিকেল থেকে পূর্ব-পশ্চিম মেদিনীপুরে শুরু হবে ঝড়বৃষ্টি। চলবে শনিবার মধ্যরাত পর্যন্ত। তারপর থেকে কমতে থাকবে বৃষ্টি। শনিবার দিনভর বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
পূর্ব মেদিনীপুরে বৃষ্টিপাতের পরিমাণ শুক্রবার ২৪ মিলিমিটার। শনিবারও ২৪ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুরে বৃষ্টিপাতের পরিমাণ শুক্রবার-২৪ মিলিমিটার। শনিবার- ৬৭ মিলিমিটার বৃষ্টি হতে পারে।
শনিবার সকাল থেকে বৃষ্টিপাত শুরু হবে কলকাতা, হাওড়া, হুগলি, দুই বর্ধমানে। ধীরে ধীরে বাড়তে থাকবে বৃষ্টিপাতের পরিমাণ।
শনিবার বেলা ১টা থেকে ৫ পর্যন্ত কলকাতায় অতিবৃষ্টি হতে পারে। কলকাতায় শুক্রবার বৃষ্টিপাতের পরিমাণ ১৭ মিলিমিটার। শনিবার ২৩ মিলিমিটার।
এরপর ঝড় আরও উত্তর-পূর্ব দিকে সরে যাবে। বিকেলের পর থেকে নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় শুরু হবে বৃষ্টি।
সব জেলাকে ছাপিয়ে অতিবৃষ্টির আভাস মুর্শিদাবাদ জেলায়। শুক্রবার বৃষ্টির পরিমাণ ৮ মিলিমিটার। শনিবার- ১১৮ মিলিমিটার।
উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় শুক্র ও শনিবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।