ক্রমশ শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় কিয়ার, টানা বৃষ্টি শুরু দক্ষিণ গুজরাটের বড় অংশে

Sekender Abu Zafar Sun, 27 Oct 2019-11:13 am,

ক্রমশ ভয়ঙ্কর আকার ধারণ করছে ঘূর্ণঝড় কিয়ার। আবহাওয়া দফতরের পূর্বভাস অনুয়ায়ী কিয়ার-এর প্রভাবে উত্তাল হতে পারে পূর্ব ও মধ্য আরব সাগর।

ইতিমধ্যেই ঝড়ের প্রভাবে বৃষ্টি শুরু হয়েছে সৌরাষ্ট্র ও দক্ষিণ গুজরাটে। রাজ্যের পশ্চিম উপকূলে ঝড়ের গতি ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে আশার কথা হল ঘূর্ণিঝড়টি আগামী ৫ দিনের মধ্যে ওমানের দিকে ঘুরে যেতে পারে।

কিয়ারের প্রভাবে টানা বৃষ্টি হতে পারে গুজরাটের একটি বড় অংশে। এর মধ্যে রয়েছে ডাং, তাপি, সুরাট, ভারুচ, বালসাদ, নবসারি। এছাড়াও দাদরা নগর হাভেলি, উপকূলবর্তি কর্ণাটক, মহারাষ্ট্র ও গোয়ায় টানা বৃষ্টি হতে পারে।

ইতিমধ্যেই উত্তাল হতে শুরু করেছে মুম্বই উপকূল। বৈষ্ণোদেবী মাতা নামে একটি মাছ ধরার বোট থেকে ১৭ মত্সজীবীকে উদ্ধার করেছে নৌবাহিনী।

আগাম সতর্কতা হিসেবে, ইতিমধ্যেই তৈরি উপকূলরক্ষী বাহিনী। মোট ১০টি জাহাজ মোতায়েন করেছে কোস্টগার্ড। নজরদারির কাজে লাগানো হয়েছে ২টি ডোনিয়ার বিমান ও ১টি হেলিকপ্টার।  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link