কালীপুজোর মুখে ফের আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়
পুজো কাটতে না কাটতেই ফের ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি। বৃহস্পতিবার রাতে তথ্য বিশ্লেষণ করে বেসরকারি আবহাওয়া সংস্থার তরফে জানানো হয়েছে আগামী সপ্তাহের শুরুতেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ। যা ঘূর্ণিঝড় হয়ে আছড়ে পড়তে পারে বাংলাদেশ উপকূলে।
পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ২১ - ২৮ অক্টোবরের মধ্যে আন্দামান সাগরে তৈরি হতে পারে নিম্নচাপ। যা ক্রমশ উত্তর দিকে এগিয়ে আঘাত হানতে পারে বাংলাদেশ উপকূলে। যার ব্যাপক প্রভাব পড়তে পারে দক্ষিণবঙ্গেও। সেক্ষেত্রে কালী পুজোর মুখে আরও একদফা বৃষ্টির আশঙ্কা জারি রইল দক্ষিণবঙ্গে।
জানানো হয়েছে, ঘূর্ণিঝড় তৈরি হলে তা দক্ষিণবঙ্গের উপকূলে আঘাত হানার সম্ভাবনা কম। ঝড়টি বাংলাদেশের চট্টগ্রাম বা মায়ানমারের আরাকান প্রদেশে আঘাত হানতে পারে বলে মনে করা হচ্ছে। তবে ঘূর্ণিঝড়ের জেরে শীতের শুরুতে আরেক দফা বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ।
ঘূর্ণিঝড় তিতলির জেরে পুজোর মুখে ঝড়বৃষ্টিতে নাজেহাল হয়েছে বঙ্গবাসী। তবে পুজোর মধ্যে আবহাওয়া ছিল মনোরম। এবার কালীপুজোর মুখে ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস। তবে ঝড় কতটা শক্তিশালী হবে তার নির্দিষ্ট পূর্বাভাস মেলেনি।