Cyclone: শীত জাঁকিয়ে পড়ার আগেই বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়, ফের দুর্যোগ নভেম্বরে

Wed, 20 Nov 2024-11:28 am,

শীত এখনও তেমন জাঁকিয়ে পড়েনি রাজ্যে। তার মধ্যেই বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কার কথা শোনাল দিল্লির মৌসম ভবন।

মৌসম ভবন বলছে ফের একটা ভারী দুর্যোগ পোয়াতে হতে পারে।

অক্টোবরে ওড়িশা ও বাংলা উপকুলে আছড়ে পড়েছিল ঘূরিণঝড় ডানা। তাতে প্রবল ক্ষয়ক্ষতি হয়েছিল। এবারও কি তেমন কিছু হবে? এখনই কিছু বলছে না আবহাওয়া দফতর।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, ২১ নভেম্বর নাগাদ একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে আন্দামান সাগরে। ২২-২৩ নভেম্বরের মধ্যে তা প্রকট হতে পারে।

আবহাওয়া দফতরের আশঙ্কা ওই ঘূর্ণাবর্ত তীব্র হলে তা শেষপর্যন্ত গভীর নিম্নচাপে রূপান্তরিত হতে পারে।

মৌসম ভবন বলছে, নিম্নচাপটি ধীরে ধীরে শক্তিশালী হয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে, তারপরে এটি আরও শক্তিশালী হবে এবং সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। সিস্টেমটি অবশেষে ২৬ এবং ২৭ নভেম্বর শ্রীলঙ্কার উত্তরে ল্যান্ডফল করবে।  এটির নাম হবে ফিনজাল।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link