Cyclone Michaung: মিগজাউমের তাণ্ডবে ভাসছে চারদিক, দুর্যোগের দিনে মানুষ বাঁচিয়ে `হিরো` ওরা!

Tue, 05 Dec 2023-5:44 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অন্ধ্র উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মিগজাউম। আর প্রাকৃতিক দুর্যোগের সংকটক্ষণে আবারও ত্রাতা, উদ্ধারকর্তার ভূমিকায় NDRF।

 

দুর্যোগ মোকাবিলায় ঝাঁপিয়ে পড়েছে NDRF  ও SDRF। নৌকা নিয়ে নিয়ে পৌঁছে যাচ্ছে প্লাবিত এলাকায়। আটকে পড়া মানুষদের উদ্ধার করে নিয়ে আসছে ত্রাণ শিবিরে। 

 

আবার কখনও কোথাও পৌঁছে দিচ্ছে ত্রাণ। পৌঁছে দিচ্ছে শুকনো খাবারের প্যাকেট। দুর্গতদের হাতে ওষুধ, খাবার, পানীয় জল পৌঁছে দেওয়ার উপর জোর দেওয়া হয়েছে।

 

জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, দুয়েরই ৫টি করে টিম কাজ করছে দুর্গত এলাকায়।

 

উদ্ধারকাজে মোট ১৮১টি ত্রাণ শিবির খোলা হয়েছে অন্ধ্রপ্রদেশে। উদ্ধারকাজ নিজে তদারকি করছেন মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি।

 

অন্ধ্রপ্রদেশের মোট ৮ জেলায়- নেল্লোর, বাপতলা, প্রকাসম, কোনাসীমা, কৃষ্ণা, পশ্চিম গোদাবরী ও কাকিনাড়ায় জারি করা হয়েছে লাল সতর্কতা। 

 

দুর্গতদের পরিবার পিছু ২৫০০ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি। যাদের বাড়ি ভেঙেছে, তাদের দেওয়া হবে ১০,০০০ টাকা। 

 

ত্রাণ শিবির থেকে ফেরার সময় উদ্বাস্তুদের হাতে তুলে দেওয়া হবে ২৫ কেজি করে চাল, ডাল, রান্নার তেল, পেঁয়াজ ও আলু।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link