Bengal Weather Update | Cyclone Remal: রাক্ষসের মতো অট্টহাস্য করতে-করতে এগিয়ে আসছে `রিমাল`! সাগরদ্বীপের ঘাড়ের কাছে ফুঁসছে ঝড়, নিস্তার নেই বাংলার?
আজ, শুক্রবার, ২৪ মে গত ছ'ঘণ্টায় বঙ্গোপসাগরের উপর দিয়ে ১৬ কিমি প্রতি ঘণ্টা বেগে ছুটবে নিম্নচাপটি।
সেই হিসেবে নিম্নচাপটি এখন বাংলাদেশের খেপুপাড়ার থেকে ৭০০ কিমি দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছে।
সেই হিসেবে নিম্নচাপটি এখন সাগরদ্বীপের ৬৬০ কিমি দক্ষিণ-দক্ষিণ-পূর্বে অবস্থান করছে।
এবং সেই হিসেবে নিম্নচাপটি এখন ক্যানিংয়ের ৭১০ কিমি দক্ষিণে অবস্থান করছে।
তবে এর জেরে উত্তর-উত্তরপূর্বে এর গতি তীব্র হবে এবং পূর্বমধ্য বঙ্গোপসাগরে এটি ক্রমশ এক ভয়ংকর ঘূর্ণিঝড়ে পরিণত হবে।
শনিবারের রাতের দিকে এই রিমাল সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে পরিণত হয়ে ধেয়ে আসবে। এবং রবিবারে আছড়ে পড়বে।