Cyclone Sitrang: কালীপুজোতেই সাইক্লোন! ধেয়ে আসছে সিত্রাং, দীপাবলিতে প্রবল দুর্যোগের মেঘ
মৈত্রেয়ী ভট্টাচার্য: ধেয়ে আসছে সাইক্লোন! চোখ রাঙাচ্ছে সিত্রাং। কালীপুজোতেই ঘূর্ণিঝড়ের ভ্রূকুটি।
আবহাওয়া দফতরের পূর্বাভাসে মিলছে এমনই অশনিসংকেত। বঙ্গোপসাগরে তৈরি হবে এই ঘূর্ণিঝড়। যার নাম দেওয়া হয়েছে সিত্রাং। কালীপুজোর পরদিন প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা।
শনিবার তৈরি হবে নিম্নচাপ। রবিবার তা গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপর সোমবার তৈরি হবে ঘূর্ণিঝড়। পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলের দিকে এগোবে এই ঘূর্ণিঝড়।
তারপর মঙ্গল ও বুধবার প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, সোমবার ও মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সোমবার ঘণ্টায় ৬৫ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। মঙ্গল ও বুধবার প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা। ঘণ্টায় ৮০ থেকে ১০০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে।
২৪ অক্টোবর, সোমবার, হলুদ সতর্কতা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই জেলাগুলিতে।
২৫ অক্টোবর, মঙ্গলবার, কমলা সতর্কতা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই জেলাগুলিতে।
এই পরিস্থিতিতে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যাঁরা সমুদ্রে রয়েছেন, তাঁদের রবিবারের মধ্যে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।