আর কিছুক্ষণের মধ্যে আছড়ে পড়বে শক্তিশালী ঘূর্ণিঝড় Tauktae

Mon, 17 May 2021-10:41 am,

নিজস্ব প্রতিবেদন: আজ রাতেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড় Tauktae, তেমনটাই ঘোষণা করেছে হাওয়া অফিস। এখন অতি শক্তিশালী এই ঘূর্ণিঝড়  মুম্বই উপকূলের পূর্ব-মধ্য আরব সাগরে অবস্থান করছে। 

রাতের মধ্যেই গুজরাত উপকূলে উনার কাছে আছড়ে পড়তে পারে Tauktae।

দক্ষিণ-পূর্ব আরবসাগরে এই ঘূর্ণিঝড় তৈরি হয়েছে। বিরাট শক্তি অর্জন করেছে  Tauktae। সর্বোচ্চ গতিবেগ হতে পারে প্রায় ১৮৫ কিলোমিটার। মনে করা হচ্ছে ঝড়ের অভিমুখ রয়েছে গুজরাতের পোরবন্দর ও মাহবুবার(ভাবনগর) মাঝে। 

মুম্বইয়ে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। গুজরাত উপকূলে উনার কাছাকাছি এই অঞ্চল গুলি প্রবল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা। এমনকি জুনাগড় ও আমরেলিতে প্রবল ক্ষতি হওয়া সম্ভাবনা রয়েছে। গির ন্যাশনাল পার্কের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। সমুদ্র ফুঁসছে এখন গুজরাট উপকূলে। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link