আর কিছুক্ষণের মধ্যে আছড়ে পড়বে শক্তিশালী ঘূর্ণিঝড় Tauktae
নিজস্ব প্রতিবেদন: আজ রাতেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড় Tauktae, তেমনটাই ঘোষণা করেছে হাওয়া অফিস। এখন অতি শক্তিশালী এই ঘূর্ণিঝড় মুম্বই উপকূলের পূর্ব-মধ্য আরব সাগরে অবস্থান করছে।
রাতের মধ্যেই গুজরাত উপকূলে উনার কাছে আছড়ে পড়তে পারে Tauktae।
দক্ষিণ-পূর্ব আরবসাগরে এই ঘূর্ণিঝড় তৈরি হয়েছে। বিরাট শক্তি অর্জন করেছে Tauktae। সর্বোচ্চ গতিবেগ হতে পারে প্রায় ১৮৫ কিলোমিটার। মনে করা হচ্ছে ঝড়ের অভিমুখ রয়েছে গুজরাতের পোরবন্দর ও মাহবুবার(ভাবনগর) মাঝে।
মুম্বইয়ে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। গুজরাত উপকূলে উনার কাছাকাছি এই অঞ্চল গুলি প্রবল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা। এমনকি জুনাগড় ও আমরেলিতে প্রবল ক্ষতি হওয়া সম্ভাবনা রয়েছে। গির ন্যাশনাল পার্কের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। সমুদ্র ফুঁসছে এখন গুজরাট উপকূলে।