Cyclonic Storm Remal: মাত্র ২৯০ কিমি দূরে! প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত দৈত্য `রিমাল` ক্রমশই ভয়ংকর হয়ে উঠছে...
বাংলাদেশের সুন্দরবনের ইকোপার্ক-লাগোয়া মংলা এলাকার দক্ষিণ-পশ্চিম প্রান্তে আজ, রবিবার রাত ১১ টা থেকে ১ টা নাগাদ ১২০ কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রিমাল। সেই সময় হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ১৩৫ কিলোমিটার হতে পারে
উত্তর বঙ্গোপসাগরে এখনও ঘূর্ণিঝড় রূপেই এর অবস্থান। ক্রমশ সঞ্চয় করছে শক্তি। আজ সকাল সাড়ে ৮ টা থেকে সাড়ে ১০ টা নাগাদ এটি সিভিয়ার সাইক্লোনে পরিণত হবে বলে জানানো হয়েছিল। তবে তার আগেই ঘটনাটা ঘটল।
উত্তর-অভিমুখে এসে সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে সুন্দরবন এলাকার স্থলভাগে এর প্রভাব সব থেকে বেশি থাকবে।
রবিবার রাত ১১টা থেকে ১টার মধ্যে ল্যান্ডফলের সম্ভাবনা। রবিবার দুপুর থেকে সোমবার দুপুর পর্যন্ত দুর্যোগ।
সমুদ্রে জলোচ্ছ্বাসের সতর্কতা। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা।
জানা গিয়েছে রবিবার সকালে উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের অবস্থান। এটি এই মুহূর্তে সাগরদ্বীপ থেকে ২৯০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত।
ঘূর্ণিঝড়টি বাংলাদেশের খেপুপাড়া থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে, দিঘা থেকে ৪১০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে এবং দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থেকে ৩২০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে অবস্থান করছে!