টুপির আড়ালে নিজেকে লুকোলেন সানি, এসে গেল Dabboo Ratnani-র নতুন ক্যালেন্ডার
খ্যাতনামা ফটোগ্রাফার ডাব্বু রত্নানির ক্যালেন্ডার শ্যুট ঘিরে প্রত্যেকবারই তারকাদের আলাদা আগ্রহ থাকে। এবারও তার অন্যথা হল না। ২০২১-এ ডাব্বুর ক্যালেন্ডার শ্যুটে সামিল সানি লিওন, অভিষেক বচ্চন, বিদ্যা বালান, আলিয়া ভাট, ভিকি কৌশল, তারা সুতারিয়া। তবে ফটোশ্যুটে সবথেকে বেশি নজর কাড়লেন সানি।
পরনে কাপড়ের লেশমাত্র নেই। পায়ে স্টিলেটো, শুধু বড় আকারের টুপি দিয়েই শরীর ঢেকে লেন্সবন্দি হয়েছেন সানি লিওন। ছবির ক্যাপশানে লেখা 'গ্রীষ্ম এসে গেছে'।
হ্যাটট্রিক! এনিয়ে পরপর তিনবার ডাব্বু রত্নানির ক্যালেন্ডার শ্যুটে সামিল ভিকি কৌশল। যেকারণে তিনি ভীষণই খুশি বলে জানিয়েছেন ভিকি।
পরনে হাই স্লিট প্রিন্টেড ড্রেস, জঙ্গলের মধ্যে গাছে হেলান দিয়ে লেন্সবন্দি হলেন অভিনেত্রী বিদ্যা বালান। ডাব্বু রত্নানির ফটোশ্যুটের ছবি পোস্ট করে বিদ্যা লিখেছেন, ''জঙ্গলে কোনও ওয়াইফাই নেই, তবে আপনি আরও ভাল সংযোগ অনুভব করবেন।''
পরনে কালো স্যুট, ডাব্বু রত্নানির ক্যালেন্ডার শ্যুটে সাদাকালো ছবিতে ধরা দিলেন অভিষেক বচ্চন।
ডাব্বু রত্নানির ক্যালেন্ডার শ্যুটে এবছর প্রথমবার সামিল হয়েছেন অভিনেত্রী, গায়িকা তারা সুতারিয়া। সাদা শর্ট শার্ট লং বুটে দেখা গেল তারা-কে।