হ্যান্ডসাম চেহারা! দেখে তথ্য প্রযুক্তির কর্মী মনে হবে, মধ্যরাতে সিটি সেন্টারের সামনে দাঁড়িয়ে যা করছিলেন...
দেখে বোঝবার উপায় নেই এরা নাকি ডাকাত! দেখে কোনও তথ্য প্রযুক্তির কর্মীর থেকে কম মনে হবে না। চকচকে চেহারা, দেখে ভালো পরিবারের ছেলে মনে হবে, তারাই কিনা ডাকাতি করতে বেরিয়ে পড়েছে, গ্রেফতারির পর হতবাক দুঁদে পুলিস কর্তারাও।
ডাকাতির ছক বানচাল করল ইকোপার্ক থানার পুলিস। ধারালো অস্ত্র, লোহার রড, হাতুড়ি-সহ গ্রেফতার ১০ জন। ধৃতদের আজ বারাসত আদালতে পেশ করা হবে।
সোমবার রাতে পুলিসের কাছে খবর আসে নিউটাউনের সিটি সেন্টারের সামনে ভোলার মাঠে ১০-১২ জন জড়ো হয়েছে। সেই মতো ইকোপার্ক থানার পুলিস সেখানে হানা দেয়। ওই জায়গা থেকে ১০ জনকে গ্রেফতার করে পুলিস। বাকিরা পালিয়ে যায়।
ধৃতদের কাছ থেকে ধারালো অস্ত্র, লোহার রড, ছুরি, হাতুড়ি সহ ডাকাতি করার সরঞ্জাম উদ্ধার হয়। জেরায় জানা গিয়েছে ধৃতদের বাড়ি দমদম, বেলেঘাটা এবং নিউটাউন এলাকায়।
ডাকাতির জন্যই যে তারা সেখানে জড়ো হয়েছিল, তা পুলিসের কাছে স্বীকার করেছিল ধৃতরা। বাকিদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে ইকোপার্ক থানার পুলিস।