দেশে রোজ ১০ হাজার! করোনার উৎস উহানকেও আক্রান্তের হিসেবে টেক্বা দিচ্ছে মুম্বই

Tue, 09 Jun 2020-1:27 pm,

নিজস্ব প্রতিবেদন: লাগাতার প্রায় ১০ হাজার। এটাই ভারতে দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা । এই নিয়ে আজ সপ্তম দিন যখন ৯ হাজারের বেশি করোনা আক্রান্তর হদিশ মিলল। স্বাস্থ্য মন্ত্রকের ৯ জুন প্রকাশিত তথ্য অনুযায়ী ভারতে সক্রিয় করোনা আক্রান্তর সংখ্যা ১ লক্ষ ২৯ হাজার ৯১৭। মোট করোনা আক্রান্ত  ২ লক্ষ ৬০ হাজারের আশেপাশে।

 

গত ২৪ ঘন্টায় ভারতে করোনার বলি ২৬৬। মোট মৃত্যু ৭ হাজার ৪৬৬। কিছু কিছু সংবাদ মাধ্যমের প্রকাশিত তথ্য অনুযায়ী ভারতে মোট করোনা আক্রান্ত ২ লক্ষ ৬৬ হাজার ছাড়িয়েছে।

করোনায় ক্ষতিগ্রস্ত রাজ্যগুলির শীর্ষে এখনও সেই মহারাষ্ট্র। উদ্ধব ঠাকরের রাজ্যেই করোনা আক্রান্ত গোটা চিনের থেকে বেশি। সংখ্যাটা ৮৮ হাজার ৫২৮। মৃত্যু হয়েছে ৩ হাজার ১৬৯ জনের। ৫হাজারেরও বেশই করোনা আক্রান্তর খবর মিলেছে শুধুমাত্র মুম্বই থেকে। যা টেক্বা দিচ্ছে চিনের উহানকেও।

মহারাষ্ট্রের পরেই তামিলনাড়ু ও দিল্লি। তামিলনাড়ুতে মোট এপর্যন্ত করোনা আক্রান্ত ৩৩ হাজার ২২৯। মৃত্যু হয়েছে ২৮৬ জনের। দিল্লিতে মোট করোনা আক্রান্ত ২৭ হাজার ৬৫৪। রাজধানীতে করোনার বলি ৭৬১। করোনার উপসর্গ নিয়ে হোম আইসোলেশনে গিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী কেজরিওয়াল।

দেশে এ পর্যন্ত মোট করোনা পরীক্ষা হয়েছে ৪৯ লক্ষ ১৬ হাজার ১১৬ জনের। গত ২৪ ঘন্টায় করোনা পরীক্ষা হয়েছে ১ লক্ষ ৪১ হাজার ৬৮২ জনের।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link