Covid 19: দেশে সাড়ে ৩ লাখ ছুঁই ছুঁই দৈনিক আক্রান্ত, বাড়ল মৃতের গ্রাফও
নিজস্ব প্রতিবেদন : দেশে ঊর্ধমুখী করোনার (Covid 19) গ্রাফ। বাড়ল সংক্রমণের হার। দেশে একদিনে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৭ হাজার ২৫৪ জন। গত ২৪৯ দিনের মধ্যে যা সর্বোচ্চ।
দেশে এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ২০ লাখ ১৮ হাজার ৮২৫ জন। একইসঙ্গে দেশে করোনায় দৈনিক মৃত্যু ৭০০ পার করে গিয়েছে। ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৭০৩ জনের।
তবে এর পাশাপাশি, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ৫১ হাজার ৭৭৭ জন। ওদিকে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯,৬৯২ জন।
মৃতের সংখ্যা বাড়ার প্রসঙ্গে চিকিত্সক অরিন্দম বিশ্বাস বলেন, "আনুষঙ্গিক রোগ নিয়েও মানুষ আসছেন। মৃতের পরিসংখ্যান দেখলে দেখা যাবে যে, ২০ থেকে ৪০ বছর বয়সীদের সংখ্যাটা কম। যাদের একটু বয়স বেশি, ৬৫-র উপর, প্রৌঢ় ও আনুষঙ্গিক উপসর্গ রয়েছে। তাদের ক্ষেত্রে বিপজ্জনক হয়ে দাঁড়াচ্ছে।"
প্রসঙ্গত, দেশে দৈনিক পজিটিভিটি রেট ১৭.৯৪ শতাংশ। সাপ্তাহিক পজিটিভিটি রেট ১৬.৫৬ শতাংশ।