কেন বাদ দেওয়া হচ্ছে তাঁকে? বুঝতে পারছেন না সলমনের `সঙ্গিনী`
২০১৪ সালে সলমন খানের সিনেমা জয় হো দিয়ে বলিউডে পাকাপাকিভাবে পা রাখেন ডেইজি শাহ। জানা যায়, সলমনই হাত ধরে তাঁকে বি টাউনে নিয়ে এসেছেন
এরপর ২০১৫ সালে হেট স্টোরি থ্রি এবং ২০১৮-তে রেস থ্রি-এর মতো সিনেমায় দেখা যায় ডেইজিকে। সলমনের সঙ্গে পরপর ২টি সিনেমা করে, খান বাড়ির গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে একাধিকবার হাজিরা দিয়েও বি টাউনে নিজের কেরিয়ারকে পোক্ত করতে পারেননি ডেইজি। সেই করাণেই এবার তাঁর গলা থেকে ঝরে পড়ল হতাশা
কেন তাঁকে বিভিন্ন সিনেমা থেকে বাদ দেওয়া হচ্ছে, তা নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তোলেন ডেইজি। পাশাপাশি ফিল্মি কেরিয়ার তৈরির জন্য তিনি যথেষ্ট পরিশ্রম করছেন কিন্তু কেন তাঁকে বার বার বাদ দেওয়া হচ্ছে, তা বুঝতে পারছেন না বলেও ক্ষোভ উগরে দেন ডেইজি
তাঁর মধ্যে অভিনয়ের সমস্ত গুন রয়েছে, তা সত্ত্বেও কেন তাঁকে বাদ দেওয়া হচ্ছে, তা বুঝতে পারছেন না বলে জানান ডেইজি শাহ
কোনও পরিচালক যদি মনে করেন, তাঁর মধ্যে অভিনয়ের দক্ষতা রয়েছে, তাহলে তিনি ওই চরিত্রের জন্য নিজেকে তৈরি করবেন। পরিশ্রমও করবেন। সংশ্লিষ্ঠ চরিত্রের জন্য কীভাবে নিজেকে তৈরি করে দর্শকদের সামনে তুলে ধরতে হয়, সে বিষয়ে তিনি পরিশ্রম করবেন বলেও স্পষ্ট জানান ডেইজি শাহ
তবে রেস থ্রি-র পর তাঁর হাতে কোন প্রজেক্ট রয়েছে, সে বিষয়ে খোলসা করে কিছু জানাননি ডেইজি